রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৯:১৩

বিরল প্রজাতির মাছ নিয়ে চারিদিকে হৈ চৈ

বিরল প্রজাতির মাছ নিয়ে চারিদিকে হৈ চৈ

এক্সক্লুসিভ ডেস্ক : দেখলে মনে হবে একটি ফুল। কিন্তু না, এটি আসলে একটি মাছু। বিরল প্রজাতির এই মাছটি ছবির মতোই সুন্দর। বাহারী রঙ, অদ্ভত আকৃতি আর বিচিত্র আল্পনায় নজর কাড়বে সবার। মনে হবে, নীলাভ-শাদা, ফুটিঅলা আর পাপড়ি ছড়ানো।

সম্প্রতি ঢেউয়ের ধাক্কায় অস্ট্রেলিয়া উপকূলে এসে মাছটি। এটি নিয়ে চারিদিকে হই চই পড়ে যায়। তবে জীববিজ্ঞানীদের কাছে এটি বিরল প্রজাতির হলেও অচেনা নয় মোটেও।

সামুদ্রিক এই মাছটির নাম ব্লু ড্রাগন। এর বৈজ্ঞানিক নাম গ্লাউকাস আতলান্তিকাস। এটি মূলত জেলিমাছ খেয়েই এরা বাঁচে। তাই অগভীর পানিতে সচরাচর এদের দেখা মেলে না। এরা থাকে সমুদ্রের অনেক গভীরে মানুষের দৃষ্টিসীমার অনেক বাইরে।

এমনিতে কিন্তু ভয়ঙ্কর বলে জেলিফিশের কুখ্যাতি আছে। এদের লেজের হুল ফোটালে এর বিষে যে কোনো মানুষ বা শিকারিমাছের নিশ্চিত মৃত্যু। কিন্তু এই ব্লু ড্রাগনের কাছে জেলিমাছের হুল রীতিমতো নস্যি। জেলিফিশের হুল বিঁধলেও আশ্চর্য এক কারণে কিছুই হয় না এদের। কারণ তীব্র বিষও এদের শরীরে কোনো ক্রিয়াই করে না।

এছাড়া ব্লু ড্রাগনের নিজেরও আছে ভয়ঙ্কর বিষাক্ত হুল। কোনো কারণে এর হুল মানুষের গায়ে বিঁধলে প্রাণ নিয়েই টানাটানি। সবচেয়ে মজার ব্যাপার, ওদের চলাফেরা করার অদ্ভুত ধরন।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে