এক্সক্লুসিভ ডেস্ক : বার বার সম্পর্ক ভেঙে ফেলা ভালো না খারাপ এটা আমরা সবাই জানলেও এ নিয়ে মাথা ঘামাই না। কিছুদিন সম্পর্কটা ঠিকঠাক না থাকার কারণে আপনার গার্লফ্রেন্ড হুমকি দিয়ে বলেন, যদি এ পরিস্থিতি ঠিক না হয় তাহলে তোমাকে ছেড়ে চলে যাব। হুমকিটা মন থেকে দেননি অবশ্য। নিছক ভয় দেখানোর জন্যই দিয়ে থাকেন। ভাবছেন, এতে আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে, আপনাকে হারানোর ভয় পাবে আপনার গার্লফ্রেন্ড!
এমন কাজ অনেকেই করে থাকেন। হুমকি দিয়ে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। অহেতুক ভয় সৃষ্টি করার মানে হয় ন। আসলেই কি হুমকিতে কাজ হয়? নাকি এ ধরনের হুমকি প্রতিনিয়ত নষ্ট করছে আপনার সম্পর্কটাকে? জেনে নিন হুমকি দিলে সম্পর্কের ওপর যেসব প্রভাব পড়তে পারে-
সম্পর্কের গভীরতা কমে যায় : সঙ্গীকে নিয়মিত সম্পর্ক থাকা না থাকা নিয়ে হুমকি দিয়ে সম্পর্কের গভীরতা কমে যায় ধীরে ধীরে। ফলে সম্পর্কটা রং হারিয়ে ফেলে। একঘেয়ে অনুভূত হতে থাকে সঙ্গীর সাথে কাটানো প্রতিটি দিন। দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাও হারিয়ে যায় কোথায় যেন। সম্পর্কের ভিতটাকে অনেক বেশি দুর্বল মনে হতে থাকে তখন। ফলে হুমকি দিয়ে সম্পর্ক ভালো করার বদলে উল্টো খারাপ হতে থাকে।
সঙ্গীর প্রতি বিরক্তি সৃষ্টি হয় : আপনি যদি নিয়মিত আপনার সঙ্গীকে নানান বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন তাহলে আপনার সঙ্গী আপনার ওপর বিরক্ত হতে বাধ্য। আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা একেবারেই কমে যাবে। আপনার এই বিরক্তিকর আচরণের কারণে আপনি খুব দ্রুত আপনার সঙ্গীর ভালোবাসা হারাবেন এবং আপনাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে।
সম্পর্ক ভাঙার বিষয়টির গুরুত্ব কমে যায় : সম্পর্কে ভেঙে যাওয়া মানে দুটি জোড়া লাগা মন ভেঙে যাওয়া। দুজনের একসাথে কাটানো মুহূর্তগুলো অতীত হয়ে যাওয়া। সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এমন কষ্টকর একটি বিষয়কেও খুব হালকা মনে হবে, যদি আপনি আপনার সঙ্গীকে প্রতিনিয়ত সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন।
হতাশা বাড়ে : আপনি হয়তো আপনার সঙ্গীকে নিয়মিতই নানান রকমের হুমকি দিচ্ছেন কিন্তু আপনার সঙ্গী কোনো কিছুই আমল দিচ্ছে না। এমন পরিস্থিতিতে জীবন ও সম্পর্ক সম্পর্কে আপনার হতাশা দিন দিন শুধু বাড়তেই থাকবে। ফলে সম্পর্ক ভেঙে ফেলার হুমকি দিয়ে আপনার সঙ্গীর অভ্যাস পরিবর্তনের বদলে নিজেই ক্ষতির শিকার হবেন।