শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ১১:২০:০১

হঠাৎ মোটরসাইকেল ব্রেক ফেল করলে যা করবেন!

হঠাৎ মোটরসাইকেল ব্রেক ফেল করলে যা করবেন!

এক্সক্লুসিভ ডেস্ক: গাড়ির মতো মোটরসাইকেলও ব্রেক ফেল করতে পারে। তখন করণীয় কী তা অনেকেই জানেন না। কেউ কেউ বাইকের ব্রেক ফেল করলে ইঞ্জিন বন্ধ করে দেন। যা ঝূঁকিপূর্ণ। জানুন মোটরসাইকেলের ব্রেক ফেল করলে কী করবেন।

পথে গাড়ি-বাইক চালানোর সময় সুরক্ষা নিয়ে চিন্তা থাকে সকলের। কিন্তু অত্যাধিক ঘাবড়ে যাওয়ার ফলে ভুল কাজটাই প্রথম করে বসেন বেশিরভাগ মানুষ। দুর্ভাগ্যবশত বাইকের ব্রেক ফেল হলে বেশ কিছু কৌশল মাথায় রাখা দরকার। বিশেষজ্ঞদের পরামর্শ, এই পরিস্থিতিতে কখনই ইঞ্জিন বন্ধ করে দেওয়া উচিত নয়।

ভবিষ্যতে আপনিও যাতে এমন কোনও দুর্ঘটনার মুখে না পড়েন তার জন্য কী করা উচিত আগে ভাগে জেনে রাখুন। যন্ত্র দিয়ে তৈরি মোটরসাইকেলে যেকোনো সময় সমস্যা তৈরি হতে পারে। তার জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকলে সেই বিপদ দ্রুত এড়ানো যায়।
মোটরসাইকেলে ব্রেক ফেল হলে কী করা উচিত?

ইঞ্জিন চালু রাখতে হবে: অভিজ্ঞতা বাইকারদের মতে, বাইকের ব্রেক হয়েছে বুঝলে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার ভুল করবেন না। কারণ কেউ যদি হঠাৎ ইগনিশন বন্ধ করে দেয় তাহলে অন্য কোনও গাড়ি এসে তাকে ধাক্কা মারতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত রাস্তার ধারে বা এমন স্থানে আসছে যেখানে বাইকের ইঞ্জিন বন্ধ করলে ধাক্কা লাগার সম্ভাবনা থাকবে না তখন ততক্ষণ অবধি ইগনিশন চালু রাখুন।

ফ্রন্ট ব্রেক: বর্তমানে বহু মোটরসাইকেলে সামনের ও পিছনের ব্রেক আলাদা কাজ করে। তাই দুই ব্রেক একসঙ্গে বিকল হওয়ার সম্ভাবনা খুব কম। রিয়ার ব্রেক যদি খারাপ হয়ে যায় তাহলে ফ্রন্ট ব্রেক ব্যবহার করে বাইকটিকে রাস্তার নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই অবস্থায় মোটরসাইকেল না চালানোই উচিত। রিয়ার ব্রেক সম্পূর্ণ রূপে ঠিক হওয়ার পর মোটরসাইকেল চালানো শুরু করুন।

ইঞ্জিন ব্রেকিং: ঢালু রাস্তায় বাইক চালাচ্ছেন এই অবস্থায় ব্রেক ফেল হলে বিপদ আরও বাড়তে শুরু করে। উপরোক্ত পদ্ধতিগুলোর পাশাপাশি ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। মোটরসাইকেল লোয়ার গিয়ারে আনতে হবে। গিয়ারের লেভেল কম থাকলে মেকানিক্যালি ইঞ্জিন প্রক্রিয়ায় প্রতিরোধ তৈরি হয় যার ফলে বাইকের গতি কমে যায়।

সাহায্য চান: আশেপাশে যে সব গাড়ি-বাইক চালক মানুষ আছে তাদের থেকে সাহায্য চান। এই সময় হর্ন বাজাতে থাকুন। যাতে তাদের কাছে সিগন্যাল যায় যে আপনি বিপদে আছেন। পাশাপাশি তারাও যাতে নিরাপদে থাকতে পারে সেই বার্তা দিন। এমতাবস্থায় বাইকের সমস্ত ফিচার ও ইলেকট্রিকাল বন্ধ করে দেওয়া উচিত।

মাটি ভরতি জমি বা রাস্তা: রাস্তার ধারে যদি মাটি বা বালি থাকে তাহলে বাইকটি সেখানে ঘুরিয়ে দিতে পারেন। কারণ এই মাটি বা বালিতে বাইকের চাকা আটকে যেতে পারে এবং এর ফলে বাইকের গতি কমে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে