মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৫:৩২

যাদের জীবনে ডায়াবেটিসের ঝুঁকি তিনগুণ বেশি!

যাদের জীবনে ডায়াবেটিসের ঝুঁকি তিনগুণ বেশি!

এক্সক্লুসিভ ডেস্ক : ধূমপানের কারণে শরীরের প্রায় সব অঙ্গেরই ক্ষতি হতে পারে। ডায়াবেটিস আছে এমন মানুষের ক্ষেত্রে ধূমপানের প্রভাব আরো মারাত্মক। কেননা, ডায়াবেটিস আছে এমন ধূমপায়ীদের শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে নিকোটিন। অন্যদিকে ধূমপানের অভ্যাসের কারণেই ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন গবেষণায় অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় তিনগুণ বেশি বলে দেখা গেছে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ বলে যথাযথভাবে চিকিৎসাধীন না থাকলে এ থেকে মারাত্মক সব শারীরিক জটিলতা দেখা দেয়ার আশঙ্কা থাকে।

ডায়াবেটিসের জটিলতা থেকে হৃদ? রোগ, কিডনির রোগ, স্নায়ুরোগ, চোখের রোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দেয়। ধূমপানের কারণে ডায়াবেটিসজনিত এ সব জটিলতা বেড়ে যেতে পারে। বিশেষত পরিপাকের ওপর ধূমপানের প্রভাব থেকে প্রদাহ বেড়ে যায় এবং রক্তনালিগুলোর ভেতরের দিকের আবরণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রক্তনালীর ভেতরের দিকের আবরণ ক্ষতিগ্রস্ত হলে সেখানে বাড়তি মেদ জমা হয়ে রক্তনালি সরু হয়ে যেতে পারে।

এমন হলে হৃদ?রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ধূমপানের কারণে নিকোটিনের প্রভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ফলে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়ে। এ কারণে ডায়াবেটিস আছে এমন ব্যক্তিরা ধূমপায়ী হলে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। আর ধূমপায়ীদের মধ্যে কিডনি ও স্নায়ুর রোগের ঝুঁকি সব সময়ই বেশি।-জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে