সোমবার, ১০ জুলাই, ২০২৩, ০১:২১:১১

ওজন বাড়ে যে সাত খাবারে!

ওজন বাড়ে যে সাত খাবারে!

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা যাই খাই তাই আমাদের স্বাস্থ্য এবং ওজনকে প্রভাবিত করে। উচ্চতাভেদে শারীরিক ওজন যাদের কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরকে সুস্থ রাখার জন্য যেমন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন তেমনি কিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত হলে বাড়বে আপনার ওজন। চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি খাবারের নাম-

১.ফলের জুস: ফলের জুস সাধারণ ভাবেই স্বাস্থ্যকর, বাজারের জুসে অধিক পরিমাণে শর্করা থাকে যা ক্যালরি বাড়াতে সহায়ক।

২.বাদাম: প্রতিদিনের খাবারে এক মুঠো বাদাম রাখার চেষ্টা করবেন। বাদামে প্রচুর পরিমাণে ক্যালরি, ফাইবার রয়েছে যা আপনার ওজন বাড়াবে। আজকাল বাজারে বিভিন্ন কম্পানির বাদাম, চকলেটের তৈরি কুকিজ কিনতে পাওয়া যায়।

৩.শুকনো ফল: খেজুর, আখরোট, কিশমিশ, নারকেল, খোরমা খেলে আপনার ওজন দ্রুত বাড়বে। শুকনো ফল রাতে আধা কাপ পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া ভালো।

৪.পিনাট বাটার: পিনাট বাটার কিংবা বাদামের মাখনে উচ্চ ক্যালরি ও প্রোটিন থাকে। আপনার প্রতিদিনের সকালের নাস্তায় পাউরুটি/রুটি/বিস্কুটের সঙ্গে খাবারটি যুক্ত করতে পারেন।

৫.স্মুদি: ফলের জুস, দুধ, দই, আইসক্রিম একত্রে মিশিয়ে এক ধরণের পানীয় তৈরি হয় যার নাম স্মুদি। অধিক পরিমাণে শর্করা থাকায় এটি দেহের ওজন বাড়ায়।

৬.সালাদ: ওজন কমানোর জন্য সালাদ পরিচিত হলেও উচ্চ ক্যালরিযুক্ত উপাদান সালাদে যোগ করে ওজন বাড়াতে পারেন। এক্ষেত্রে বাদাম, মাছ, মাংস, ভিনেগার, ডিম সালাদে ব্যবহার করতে পারেন।

৭.গমের রুটি: সকালের নাস্তায় গমের রুটি আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন বাড়াতে সাহায্য করবে।  শারীরিক গঠন অনুসারে ব্যক্তিভেদে খাবারগুলোর প্রভাব ভিন্ন হতে পারে। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে