মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৯:৫৬

নিরামিষভোজী হলেই ফ্ল্যাট

নিরামিষভোজী হলেই ফ্ল্যাট

এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি বৈভব রাহাতে নামে এক ব্যক্তি মুম্বাইয়ে ফ্ল্যাট কিনতে গিয়েছিলেন কিন্তু ফ্ল্যাট পেলেন না তিনি।  তার অপরাধ তিনি আমিষভোজী।

এমন ঘটনা মুম্বাইয়ে এই প্রথম ঘটল না, এর আগেও মুম্বাইয়ে এক মহিলা মুসলিম হওয়ার জন্য ফ্ল্যাট পাননি।  একজন এমবিএ গ্র্যাডুয়েট চাকরি পাননি, কারণ তিনি মুসলিম।

তবে এক্ষেত্রে অভিযুক্ত বিল্ডার ও তার কর্মচারীর বিরুদ্ধে মালাড থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।  ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (বি)(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পেশায় গাড়ি বিক্রেতা বৈভব রাহাতে জানিয়েছেন, গত ৪ মে তিনি যখন অভিযুক্ত বিল্ডারের অফিস শ্রীনাথজী গ্রুপে যান তখন সেখান থেকে তাকে জানানো হয়, তারা মরাঠী এবং মুসলিম সম্প্রদায়ের লোকজনের কাছে ফ্ল্যাট বিক্রি করবেন না।  

কারণ জানতে চাওয়া হলে তারা জানান, আমিষভোজীদের ফ্ল্যাট বিক্রি করবে না তারা।  তারা শুধুমাত্র নিরামিষভোজীদের কাছে ফ্ল্যাট বিক্রি করবেন।

বৈভবের অভিযোগ, গত ২৫ দিন মালাড থানা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও গ্রহণ করেনি।  অবশেষে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম থানার বাইরে ধর্নায় বসলে, পুলিশ বিল্ডারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।  আপাতত বৈভবের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে