এক্সক্লুসিভ ডেস্ক : স্টিয়ারিংয়ে হাত থাকার কথা থাকলেও দুটি হাতই নেই তার। স্টিয়ারিংয়ে পা রেখে দুর্দান্ত গাড়ি চালায় বছর চুয়াল্লিশের বিক্রম অগ্নীহোত্রি।
এক দুর্ঘটনায় হাত দু'টি যখন চলে যায়, তখন তিনি সপ্তম শ্রেণির ছাত্র। সেই থেকে শুরু সংগ্রাম। অদম্য ইচ্ছেশক্তির সাহায্যে দু'টি পা-কেই হাত করে নেন তিনি। এবার নজির গড়ে দু'পায়ে সফলভাবে গাড়ি চালিয়ে লাইসেন্স পেয়ে যান বিক্রম অগ্নীহোত্রি। পা দিয়ে নিখুঁত গাড়ি চালানো দেখে মুগ্ধ ইন্দোরের RTO (Regional Transport Office)-এর কর্তারাও।
বিক্রম পেশায় ব্যবসায়ী। ব্যবসার যাবতীয় কাজ তিনি পায়ের সাহায্যেই করেন। সম্প্রতি তিনি একটি গাড়ি কেনেন। পরিবারের লোকেরা নিষেধ করলেও বিক্রম জানিয়ে দেন, তিনি পা দিয়ে গাড়ি চালিয়েই লাইসেন্স নেবেন।
সেই মতো শুরু করেন প্র্যাকটিস। RTO কর্তারা জানাচ্ছেন, বাঁ-পা দিয়ে অ্যাক্সিলারেটর ও ব্রেক নিয়ন্ত্রণ করছেন বিক্রম। ডান পা থাকছে স্টিয়ারিংয়ে। বিক্রমের কথায়, 'RTO অফিসাররা আমার ড্রাইভইং স্কিলকে বিশ্বাস করতে চাইছিলেন না। আমি তাদের বলি, আমার গাড়িতে বসুন, আমি চালাচ্ছি। আমার গাড়ি চালানো দেখে তারা হতবাক।
সপ্তম শ্রেণিতে পড়ায় সময় বিদ্যুতে পুড়ে যায় বিক্রমের দু'টি হাত। তারপর লেখা, খাওয়া, দাড়ি কামানো- সবই চলে পা দিয়েই। সূত্র : এই সময়