মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০৩:১৬:২৯

স্বামী আপনাকে দু’চোখে দেখতে পারে না? আছে সমাধান

স্বামী আপনাকে দু’চোখে দেখতে পারে না? আছে সমাধান

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের পর জীবনে অনেক ধরনের সমস্যা তৈর হতে পারে। নতুন বাড়ি, নতুন মানুষ। আগে যেভাবে একটি মানুষকে দেখেছেন, বিয়ের পর নানা কারণেই তার মধ্যে পরিবর্তন আসতে পারে। দেখা গেলো আপনার ছোট খাটো কোনো ভুলেও তৈরি হতে পারে বড় ধরনের জটিলতা। ফলে মনে হতেই পারে, স্বামী আপনাকে দু’চোখে দেখতে পারে না।

এমতাবস্থায় অনেকেই ভেঙে পড়েন। অবসাদে চলে যান। তবে চিন্তা করার কোনো কারণ নেই। এমন কিছু পদ্ধতি আছে যা অবলম্বন করলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে। তাহলে চলুন জেনে নেই স্বামীর কাছে নিজেকে প্রিয় করবেন যেভাবে-

মনোযোগ গিয়ে শুনুন: প্রথমেই মনে রাখতে হবে আপনারা বিয়ে করেছেন। এখন আর একে অপরকে ছাড়া এগিয়ে যাওয়া সহজ নয়।  আপনার স্বামীর অভিযোগ থাকতেই পারে। আপনি হয়তো তা পাত্তা দেননি। সেই কারণে জল অনেক দূর গড়িয়েছে। অভিযোগগুলো আগে শুনুন, পরে সমাধানের চেষ্টা করুন। অন্যথায় জটিলতা দেখা দিতে পারে।

কথা বলুন: আপনি এমনি এমনিই সব কিছু বুঝে নিতে পারবেন না। সেক্ষেত্রে কথা বলতে হবে। আপনি যদি ঠিকমতো প্রশ্ন করতে পারেন, তবেই বড়সড় জটিলতা থেকে রক্ষা পাবেন। তাই চেষ্টা করুন কথা বলতে। আপনি তাকে জিজ্ঞাস করুন কি সমস্যা, কেন সমস্যা ইত্যাদি বিষয়গুলি। তবেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। 

নিজের সম্পর্কে ভাবুন : আপনার ভুল থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। তাই সবার আগে নিজের সঙ্গে বসে পড়ুন। বোঝার চেষ্টা করুন কি ভুল, কেন ভুল ইত্যাদি। এভাবেই সমস্যা খুঁজে ফেলতে পারবেন। অন্যথায় জটিলতা বাড়বে, কমবে না।

​অন্য কিছু নয় তো? স্বামীর এই ধরনের আচরণ অনেক সময় মনের মধ্যে জটিলতা তৈরি করে দেয়। এবার প্রশ্ন হল, অনেক ক্ষেত্রে স্বামীর এই ব্যবহারের পিছনে অন্য বিষয় থাকে। আপনাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সেগুলোও সমাধান করতে হবে।

​সময় দিন: এখন সকলেই চাকরি করেন। এই ফাঁকে সময় পাওয়া খুবই কঠিন। তবে ব্যস্ততার মধ্যেও সময় খুঁজে নিতে হবে। তাই চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব নিজেদের জন্য সময় বের করুন। কোথাও ঘুরতে যান। দেখবেন ভালো আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে