এক্সক্লুসিভ ডেস্ক : বাদুড়ের ডানার মতো ডানাসম্পন্ন নতুন এক জাতের ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর এই ডানাওয়ালা ডাইনোসরের সন্ধান প্রাণীদের ওড়ার সক্ষমতা সম্পর্কেও আরও নতুন নতুন তথ্য এনে দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চাইনিজ বিজ্ঞানীরা এই জাতটির নামকরণ করেছে ‘ইয়াকি’। যার অর্থ হলো ‘অদ্ভূত পাখা’। এই ডাইনোসরদের ডানার পালক পাখির পালকের মতোই। এই প্রাণীটি সম্পর্কে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।
এই জাতের ডাইনোসরদের লম্বা হাড় আছে। যা তাদের রিস্টের সঙ্গে সংযুক্ত। তবে অন্য ডাইনোসরের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে না। ওড়ার সক্ষমতা সম্পন্ন প্রাণিদের মধ্যেই কেবল এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
বিজ্ঞানীরা ধারণা করছেন নতুন জাতের ডাইনোসরের ফসিল থেকে স্ক্যানসোরিওপটেরিজিডাই গ্রুপের এই ডাইনোসরকে তাদের ছোট আকারের থার্ড ফিঙ্গারের জন্য আলাদা করা যায়। এছাড়া এ জাতের ডাইনোসররা দ্বিপদ এবং বড় আকারের গুলো মাংশাসীও হয়।
প্রফেসর জে জিয়াং বলেন, ইয়াকি বসবাস করতো জুরাসিকে। তাই বাদুড় ডানার ডাইনোসরকে পাখিদের পথপ্রদর্শক বলা যায়।