এক্সক্লুসিভ ডেস্ক : মধ্য চীনে মাত্র ১৯ দিনে ৫৭ তলা উঁচু একটি গগনচুম্বী অট্টালিকা তৈরি করে তাক লাগাল একটি চীনা কনস্ট্রাকশন সংস্থা।
কনস্ট্রাকশন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জিয়াও চ্যাঙ্গেঙ্গ ৫৭ তলা উঁচু ওই স্কাইস্ক্র্যাপার বিশ্বের উচ্চতম অট্টালিকা বলেও দাবি করেছেন। আয়তাকার ওই বহুতল ভবনটি তৈরি হয়েছে মূলত কাঁচ ও স্টিল দিয়ে। গাণিতিক নিয়মে প্রতিদিন তৈরি হয়েছে তিনতলা করে।
সংস্থার এক ইঞ্জিনিয়ার বলছেন, প্রথাগত নিয়মে ইঁটের উপর ইঁট গেঁথে বহুতল তৈরি হয়। কিন্তু আমরা এমন প্রযুক্তিতে এই অট্টালিকা তৈরি করেছি যাতে একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লককে জুড়ে দেওয়া হয়েছে। ব্রিটেন ও মার্কিন মুলুকে এই প্রথা বেশ জনপ্রিয়। এই পদ্ধতিতে তৈরি বাড়ি নিরাপদ বলে জানিয়েছেন বেজিংয়ের এক ইঞ্জিনিয়ারিং ফার্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর লিউ পেঙ্গ।