সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০২:৪৪

বাড়ির সৌন্দর্য বাড়ানোর ৬টি সহজ উপায়

বাড়ির সৌন্দর্য বাড়ানোর ৬টি সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: বাড়ি বিক্রি করবেন? কিন্তু কাঙ্খিত দাম পাচ্ছেন না? এমন সমস্যার সমাধান একটাই আপনার বাড়িটি ক্রেতার পছন্দ হয়নি। ক্রেতার পছন্দ না হওয়ার প্রধান কারণ বাড়িটির সৌন্দর্য ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে ব্যর্থ হচ্ছে।

শুধু বিক্রির সময়ই নয়, বরং আপনার রুচি বোধ কেমন তা আপনার বাড়িটির দিকে তাকালেই আঁচ করা যাবে। তাই শখের বাড়িটির সৌন্দর্য বাড়াতে নিচে উল্লেখিত কয়েকটি পদ্ধতি মেনে চলার চেষ্টা করুন।

১. আকর্ষণীয় কার্পেট বসানোর মাধ্যমে বাড়ির সৌন্দর্য অনেকাংশে বাড়ানো সম্ভব। বড় কার্পেট বসানো বা পাল্টানো যদি আর্থিকভাবে সম্ভব না হয় তাহলে ছোট ছোট কার্পেট বসান।

২. বাড়ির সৌন্দর্য অনেকাংশে জানালার ওপর নির্ভরশীল। বাড়ির জানালাটি সুন্দর করে সাজিয়ে তুলতে পারলে আপনার বাড়ির সৌন্দর্যও অনেকাংশে বেড়ে যাবে। তাই জানালায় লাগান নতুন কোনো আকর্ষণীয় পর্দা।

৩. বাড়ির ভেতরের কোনো অংশে যদি আলো না পৌঁছায় তাহলে তার কারণ নির্ণয় করুন। আশপাশে পুরনো দরজা থাকলে তা পাল্টে অস্বচ্ছ কাচের দরজা বসান। এতে বাড়ির অন্ধকার অংশেও আলো পৌঁছাবে। কাচের দরজার কারণে বাড়ির সৌন্দর্যও বাড়বে।

৪. প্রায় প্রত্যেক বাড়িতেই ময়লা ফেলার জন্য রান্নাঘরে একটি ঝুঁড়ির ব্যবস্থা থাকে। কিন্তু আপনি যদি বাড়ির সৌন্দর্য বাড়াতে চান তাহলে এ ময়লা ফেলার ঝুঁড়িটি ঢেকে ফেলুন।

৫. বাড়ির ভেতর রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘরটি আপনার মনের মতো করে সাজিয়ে বাড়ির মূল্য যেমন বাড়ানো যায় তেমন এ ঘরটির সৌন্দর্যহানির কারণে বাড়ির মূল্য কমে যায়। তাই রান্নাঘরের মান বাড়াতে আধুনিক কেবিনেট, চুলা, রং, টাইলস ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. আধুনিক লাইট বলতে এখন এলইডি লাইটকেই বোঝানো হয়। এতে যেমন সুন্দর আলো হয় তেমন বিদ্যুৎ বিলও কম হয়। এছাড়া নানা রঙের এলইডি লাইট বাড়ির সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে। তাই বাড়ির সৌন্দর্য বাড়াতে এলইডি বাতি ব্যবহার করুন।

এছাড়া বাড়ির মেঝের সৌন্দর্য বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরনো বাড়িতে যদি ফ্লোর অনুজ্জ্বল হয়ে যায় তাহলে তাতে মানসম্মত টাইলস বসাতে পারেন। এছাড়া আপনার বাড়িটির দেয়ালের রঙের দিকে খেয়াল রাখবেন। কারণ বাড়ির দেয়ালের রঙ সবার আগে মানুষের চোখে পড়বে। তাই অবশ্যই রুচিশীল কোন রঙ নির্বাচন করে রাঙিয়ে তুলুন স্বপ্নের বাড়ির দেয়াল।

১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে