এক্সক্লুসিভ ডেস্ক: যুগে যুগে নানান সময়ে আশ্চর্যজনক কিংবা অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটে আসছে। কখনও কখনও এই সকল আশ্চর্যজনক ঘটনা গুলোই কারো কারো জীবনে নিয়ে আসে বিভীশিকাময় চরম বাস্তবতা। আবার কারো জীবনে হয়ে আসে আর্শিবাদ।
ঠিক তেমনেই এক অলৌকিক ঘটনা আর্শিবাদ হয়ে এসেছে চট্রগ্রামের বাঁশখালীর উপজেলার কাথারিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের কলাচাষী আব্দুর রশিদের ভাগ্যে। রশিদ প্রতিবছরের ন্যায় এবারো কলার গাছ রোপন করেছিলেন। যথারীতি এই সময়ে সেই গাছ গুলো কলা আসা শুরু করেছে। কিন্তু রশিদ লক্ষ করে দেখেন যে তার কলাবাগানের একটি কলা গাছে ১৮টি মোচা (আঞ্চলিক ভাষায় কলার থোড়) এসেছে। আশ্চার্যজনক এই ঘটনা দেখে প্রথমে তার নিজ চোখকেই বিশ্বাস হয়নি। এখন সেই অলৌকিক কলাগাছের মোচা গুলো এক নজর দেখার জন্য প্রতিদিন সেখানে হাজারো মানুষ ভীড় জমাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, 'মাল্টি ভ্রুণের কারণে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে এ রকম অস্বাভাবিক প্রজনন হতে পারে।’
তবে ১৮টি মোচা আসলেও সবগুলো মোচা টিকবে না। তাই একটি মোচা রেখে বাকিগুলো ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।