এক্সক্লুসিভ ডেস্ক : প্রাচীন সামুদ্রিক শাস্ত্র মনে করে, শরীরের কিছু বিশিষ্ট লক্ষণ বিশ্লেষণ করে কোনও মানুষের অতীত-ভবিষ্যৎ জানা সম্ভব। পূর্বানুমান সম্ভব তার পরবর্তী জীবনের ভাগ্য সম্পর্কেও। অর্থ বা টাকাপয়সা যে মানুষের জীবনকে সুখী করে তোলার অন্যতম একটি উপাদান, তা মানবেন কমবেশি সকলেই।
সামুদ্রিক শাস্ত্র মনে করে, কোনও মানুষের শরীরে তিলের অবস্থান দেখে জেনে নেওয়া সম্ভব কেমন হবে তার অর্থভাগ্য। আসুন, জেনে নেওয়া যাক, শরীরের ৮টি অংশের তিল কী বলে কোনও মানুষের অর্থভাগ্য সম্পর্কে—
১. বাম গাল: আপনার বাম গালে যদি তিল বা আঁচিল থাকে, তাহলে তার অর্থ, আপনি প্রচুর টাকা রোজগার করবেন। কিন্তু আপনার অর্থ-সঞ্চয়ের ভাগ্য ভাল নয়। হাতে আসা অর্থ বেরিয়ে যাবে।
২. ঠোটের নীচে: অধর বা নীচের ঠোঁটের নীচে যদি তিল থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে মাঝেমধ্যেই আর্থিক অনটনের সম্মুখীন হতে হবে।
৩. বাম তালু: বাম হাতের তালুতে তিল থাকলে আপনাকে টাকাপয়সা সামলানোর ব্যাপারে চিরকাল ভুগতে হবে। অর্থ রোজগার করবেন, কিন্তু বেহিসেবি খরচের ফলে সেই টাকা হাত থেকে বেরিয়েও যাবে।
৪. বাম পা: বাম পায়ে যাদের তিল থাকে, তারা সাধারণত ভীষণ খরুচে প্রকৃতির হন। টাকা সঞ্চয় করতে পারেন না।
৫. তর্জনীর ভিতর দিক: তর্জনীর ভিতর দিকে তিল থাকলে সারা জীবনই টাকাপয়সা নিয়ে টানাটানি যাবে। এমনকী, কখনো-সখনো দিন-আনি-দিন-খাই পরিস্থিতিও তৈরি হতে পারে জীবনে।
৬. হাতের মধ্যমার নীচের অংশ: হাতের তালুতে মধ্যমার নীচে যে অংশটি রয়েছে, তাকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় গুরু পর্বত। এই অংশে তিল থাকলে অর্থভাগ্য মোটেই ভাল হয় না। প্রায়শই আর্থিক টানাটানির পরিস্থিতি তৈরি হয় জীবনে। তবে সাধারণত নিকটজনদের সাহায্যে সেই অনটন উতরেও যাওয়া যায়।
৭. বাম ভুরু: বাম দিকের ভুরুর কাছে, উপরে, বা নীচে তিল থাকলে তা জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে আর্থিক অনটনের ইঙ্গিত। পাশাপাশি এই ধরনের তিল যৌ ন জীবনের অতৃপ্তিরও আভাস দেয়।
৮. বাম বগল: যাদের বা বগলে তিল থাকে, তাদের স্বাস্থ্য হয় অত্যন্ত ভঙ্গুর প্রকৃতির। প্রায়শই এরা অসুস্থ হন, এবং রোগের চিকিৎসা করতেই এদের অধিকাংশ অর্থ ব্যয় হয়ে যায়।