এক্সক্লুসিভ ডেস্ক : সাগরে সার্ফিং-এর বিষয়টি আমাদের দেশে নতুন হলেও একেবারে অপরিচিত নয়। সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের ছন্দের তালে তালে সার্ফিং করার দৃশ্য দেখে মুগ্ধ হবেন না, এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তবে সার্ফিং কিন্তু খুব সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের চর্চা ও পরিশ্রম। তবে অনেক ক্ষেপাটে পর্যটক আজকাল আর নিছক সার্ফিং করে মজা পাচ্ছেন না। তারা সার্ফিং-এর মধ্যে আরও বৈচিত্র্য আনার চেষ্টা করে যাচ্ছেন। তারই কিছু নমুনা তুলে ধরা হলো—
বিশ্বের সবচেয়ে বড় সার্ফবোর্ডে সার্ফিং
বিশ্বের সবচেয়ে সার্ফবোর্ডে সার্ফিং-এর রেকর্ডটা বর্তমানে ব্রাজিলের সার্ফার রিকো ডি সুজার দখলে। রিও ডি জেনিরোর সাগর উপকূলে অনুষ্ঠিত দীর্ঘতম সার্ফবোর্ডে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে ডি সুজা তাতে প্রথম হন। ২৮ ফুট লম্বা বিশাল সার্ফবোর্ডে ডি সুজা টানা ১১ সেকেন্ড সার্ফিং করতে সক্ষম হন।
বিশ্বের সবচেয়ে ক্ষুদে সার্ফার
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা দু’বছরের শিশু জেলান আমর-এর জন্মের পর থেকেই বাবা-মা তাকে কোলে নিয়ে প্রায়ই সাগর উপকূলে যেতেন আর জেলান অবাক বিস্ময়ে দেখতো সার্ফারদের বীরত্বপূর্ণ সার্ফিংশৈলী। বাবা তাকে নিয়মিত সার্ফিং-এর কায়দা-কানুন শেখাতেন। আর বছর দু’য়েকের মধ্যেই একজন দক্ষ সার্ফার হয়ে উঠলো জেলান। এত কম বয়সী সার্ফার এই গোটা বিশ্বে আর একজনও নেই।
সার্ফিং-এ অ্যাক্রোব্যাট প্রদর্শন!
দৃশ্যটা কল্পনা করুন। একজন পুরুষ ও এক নারী সার্ফবোর্ডে করে সাগরের ঢেউয়ের মাথায় উঠে তাদের অনিন্দ্যসুন্দর ‘অ্যাক্রোব্যাট সার্ফিং’ প্রদর্শন করছে। এই অ্যাক্রোব্যাট সার্ফিং প্রতিযোগিতা বিশ্বের কিছু দেশের উপকূলে বহু বছর ধরেই হয়ে আসছে। এর জনপ্রিয়তাও উত্তরোত্তর বেড়েই চলেছে।
কুকুর সার্ফার!
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোতে অনুষ্ঠিত হয় এক আজব ‘কুকুর সার্ফিং প্রতিযোগিতা’। যেখানে সার্ফিং-এ অংশ নেয় ৬০টা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। দুঃস্থদের অর্থ সাহায্যের জন্য আয়োজিত মজার এই প্রতিযোগিতা দেখতে ভিড় করে প্রচুর দর্শক।
সার্ফিং-এ মই!
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উপকূলবর্তী সাগরে প্রতিবছর ‘মই সার্ফিং’ প্রতিযোগিতা হয়। সার্ফবোর্ডে লাগানো হয় মই আর সেই মইয়ে উঠে প্রতিযোগীকে সার্ফিং করতে হয়। মইয়ে উঠে সাগরের ঢেউয়ের তালে তালে যত বেশি কেরামতি দেখাতে পারবে, সেই পাবে প্রথম পুরস্কার।-ইত্তেফাক