শুক্রবার, ০৪ আগস্ট, ২০২৩, ১০:২২:৩১

এত্ত বড় কাঁঠাল! ওজন জানলে অবাক হবেন!

এত্ত বড় কাঁঠাল! ওজন জানলে অবাক হবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : ‘এত্ত বড় কাঁঠাল দেখে লোকজন অবাক!’ বগুড়ার মহিষবাথান গ্রামের এক গাছে ফলেছে ৫২ কেজি ওজনের এক কাঁঠাল। বৃহস্পতিবার সেই কাঁঠাল দেখতে কৌতূহলী মানুষের ভিড়। গ্রামের সিদ্দিক মিয়ার (৫৮) বাড়ির আঙিনায় কাঁঠাল গাছে এ বছর মাত্র দুইটি কাঁঠাল ফলেছিল।

একটির ওজন ৫২ কেজি। আরেকটির ৩৩ কেজি। বড় কাঁঠালটি কিনে নিয়েছেন তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের শাহাদত হোসেন (৩৫)। বললেন বড় কাঁঠালের কথা শুনে তিনি গ্রামে যান। গাছ থেকে পেড়ে ওজন করা হয় মিটারে।

বললেন ইচ্ছে ছিল কাঁঠালটি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করবেন। তা হলো না। বড় ভাই কাঁঠালটি নিয়েছেন। কোনো এক কর্মকর্তাকে উপহার দেবেন। বড় ভাইয়ের কাছে তো বেশি দামে বিক্রি করা যায় না-শুধালেন শাহাদত।

এই বিষয়ে উদ্ভিদ বিজ্ঞানী বজলুর রহমান বললেন কোনো কারণে ওই কাঁঠাল গাছে এতদিন পরাগায়ন প্রক্রিয়া থমকে ছিল। পরাগায়ন প্রক্রিয়ায় বিশাল আকৃতির দুইটি কাঁঠাল ফলেছে। আশা করা হচ্ছে এখন থেকে ওই গাছে নিয়মিত কাঁঠাল ফলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে