এক্সক্লুসিভ ডেস্ক : কোনো কোনো মানুষ মিথ্যা বলাটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যান। এই ধরনের মানুষরা চোখেমুখে অনর্গল মিথ্যা বলতে পারেন। এদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়লে কিন্তু জীবন দফারফা। কেননা যতক্ষণে আপনি মানুষটিকে চিনলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার সঙ্গে জড়িয়ে গেছে আপনার আবেগ-অনুভূতি।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত সবাই কম-বেশি মিথ্যে বলেন। তবে যাদের সত্যের পাল্লা ভারি থাকে তাদের সঙ্গে মেলামেশা করা যায়। যেসব মানুষ সর্বক্ষণ মিথ্যা বলেন, তাদের ওপর বিশ্বাস স্থাপন করা ভীষণ কঠিন। এ ধরনের মানুষ চোখে চোখ রেখেও মিথ্যা বলতে পারেন। এদের সঙ্গে পথচলা সুখকর হয় না।
তাই সতর্ক থাকতে হবে, প্রেমিকা যদি মিথা বলেন তবে কিছু কৌশল প্রয়োগ করে নিজেকে বাঁচানো সম্ভব। তাই আসুন জেনে নেয়া যাক কিছু টিপস, প্রেমিকা সব সময় মিথ্যা করণীয় কী।
প্রথমত, তাকে মিথ্যা বলতে নিষেধ করুন। তাকে খুব শান্তভাবে বোঝান যে, আপনি বুঝতে পারছেন সে আপনাকে মিথ্যা বলছে। এসব ক্ষেত্রে রাগারাগি করলে কাজ হবে না। শান্তভাবে বোঝালেই সে আপনার ওজন বুঝে চলবে। এর মাধ্যমে সম্পর্ক বাঁচানো যেতে পারে।
দ্বিতীয়ত, মিথ্যা বলা ধরতে পারলে বিষয়টি চুপ করে মেনে নেবেন না। যখনই বিষয়টা ধরতে পারবেন, তখনই তাকে বলুন যে আপনি বিষয়টা ধরতে পেরেছেন। তাহলে আপনার কাছে মিথ্যার প্রবণতা কমে যাবে।
তৃতীয়ত, সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের ওপর। যখনই দেখবেন আপনার নিষেধ সত্ত্বেও প্রেমিকা মিথ্যা বলেই যাচ্ছেন, তখন তাকে জানিয়ে দিন আপনি আর তাকে বিশ্বাস করতে পারছেন না। দেখবেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন।
চতুর্থত, অনেক সময় দেখা যায় মিথ্যা বলার পেছনে মূল ভূমিকা আপনারই। আপনি যদি তাকে সব বিষয়ে বাধা দেন, তবে তো সমস্যা হবেই। তখন মানুষ মিথ্যার আশ্রয় নেয়। তাই নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনারও কোনো ভুল আছে কিনা। তবেই এই সমস্যার যথার্থ বিশ্লেষণ হবে।
পঞ্চমত, বিশেষজ্ঞদের মতে, অনেকেই মানসিক কিছু অসুবিধার কারণে মিথ্যা বলেন। পরে এটা তাদের স্বভাবে পরিণত হয়। তবে এসব ক্ষেত্রে চিন্তার কিছু নেই। বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন। তাতে পরিস্থিতির উন্নতি হবে।