সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২২:০০

পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তা রয়েছে যে দেশে

পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তা রয়েছে যে দেশে

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীতে এমন কিছু চলাচলের রাস্তা রয়েছে যেগুলােতে প্রতিনিয়তই প্রাণ হারানোর ভয় থাকে। কিন্তু তার পর জীবনের যুকি নিয়ে যাতায়ত করছে হাজার হাজার মানুষ। এই রাস্তাগুলো এটাই বিপদ জনক, যেকোন সময় হতে পারে দূর্ঘটনা। জীবন জীবিকার তাগিদে চলতে হবে এই রাস্তাগুলোতেই আর তাই প্রাণের ভয় বাদ দিয়ে পাড়ি জমাতে হচ্ছে এই রাস্তাতেই। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কারাকোরাম হাইওয়ে : পাকিস্তান ও চীনের মধ্যে সমন্বয় স্থাপনকারী হাইওয়ে। ১৬ হাজার ফিট এই রাস্তা। পৃথিবীর বিপজ্জনক রাস্তা গুলোর মধ্যে এটি একটি।

মৃত্যুর পথ : বলিভিয়ার দীর্ঘ রাস্তা গুলির মধ্যে অন্যতম একটি। প্রতিবছর এই রাস্তা দিয়ে চলাচলের সময় প্রাণ হারান ২০০ জন মানুষ।

চিন সুড়ঙ্গ : ১২০০ মিটার দীর্ঘ রাস্তা। সুড়ঙ্গের ভিতর দিয়ে তৈরি এটি। ৫ বছর সময় ধরে এই রাস্তা তৈরি করেছে চীন। পৃথিবীর বিপজ্জনক রাস্তা গুলোর মধ্যে এটিও অন্যতম একটি।

ডাল্টন হাইওয়ে : আলাস্কার জনশূন্য হাইওয়ে। কোথাও কোনো মানুষ নেই। নির্জনের থেকেও নির্জন এই রাস্তায় গাড়ি খারাপ হলে বেঁচে ফেরার সম্ভবনা প্রায় শূন্য।

হিমালয়ের রাস্তা : পাহাড়ের গা ঘেসে রাস্তা। একটু ভারসাম্য হারালেই সোজা মৃত্যু পথের যাত্রী। রক্ষা পাওয়ার বিন্দুমাত্র সুযোগটাই নেই।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে