এক্সক্লুসিভ ডেস্ক : এক অদম্য সাহসী মহিলা, বাধক্য যাকে শুতে পারিনী, মৃত্যু যাকে হারাতে পারিনী। তিনিই হ্যারিয়েট থম্পসন। একবার নয়, তিন-তিনবার জয়ী হয়েছিলেন জীবনের ম্যারাথনে। তিনবার ক্যানসার আক্রান্ত হয়েও বয়সী মার্কিন মহিলা হ্যারিয়েট থম্পসনকে হারাতে পারেনি মৃত্যু।
এমন অদম্য সাহসী মহিলার কাছে সত্যি Rock 'n' Roll ম্যারাথন নগন্য। তাই ৯২ বছর বয়সে একটানা ৭ ঘন্টা দৌড়ে প্রমাণ করেছিলেন জয় তার কাছে শেষ কথা। সেটা জীবন দৌড় হোক অথবা ম্যারাথন দৌড়।
সান দিয়েগোর Rock 'n' Roll ম্যারাথনে ৭ ঘন্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করেন হ্যারিয়েট থম্পসন। ৫৬ বছরে পুত্র ব্রেনিও হার মানে তাঁর মায়ের কাছে। তিনবার ক্যানসারে আক্রান্ত হলেও কখন জীবনযুদ্ধে হার মানেনি। ম্যারাথন দৌড় শেষে আপ্লুত থম্পসন সাংবাদিকদের জানান "আমি আমার সমস্যা নিয়ে কখনও ভাবিনা। অনেকেই বলেন, এই বয়সে আমার লড়াই তাদের অনুপ্রেরণা। এটা শুনতেই ভালো লাগে।"
এর আগে বয়স্কতম মহিলা হিসাবে ২০১০ হনলুলু ম্যারাথনে দৌড়েছিলেন গ্ল্যাডি বুরিল। তখন তাঁর বয়স ছিল ৯২ বছর ১৯ দিন। গ্ল্যাডির থেকে ৪৬ দিন বয়সে বড় হয়ে হ্যারিয়েট থম্পসন হলেন এই মুহূর্তে ম্যারাথন দৌড়ে বয়স্কতম মহিলা।