বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ০৯:৫২:২৩

রেজর ব্যবহারে যে ভুল করবেন না!

রেজর ব্যবহারে যে ভুল করবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতি মাসেই শরীরের অবাঞ্ছিত লোম তোলার জন্য ওয়াক্সের বদলে অনেকে রেজর ব্যবহার করেন। অন্তত যন্ত্রণা হয় না। কিন্তু ব্যবহারের পর রেজর তো আর ফেলে দিচ্ছেন না। নির্দিষ্ট সময় পরপর রেজর বদলানোর বিষয়েও সতর্ক থাকতে হয়। তা না হলে ত্বকে দেখা দেয় নানা সমস্যা । 

রেজরে পাঁচ থেকে সাতবার ব্যবহারের পর ব্লেডটি ফেলে দিন। ওয়ান টাইম রেজর সচরাচর ৩-৪ বারের বেশি ব্যবহার ঠিক নয়।  
কিন্তু কেন? একটি কারণ তো রয়েছে ব্লেডে ধার না থাকা। আরেকটি কারণ হলো রেজরের ব্লেডের তিনটি স্তরের মধ্যবর্তী অঞ্চলে কাটা লোম, ত্বকের মৃত কোষ ও ময়লা জমে যায়। আর এসব ময়লা ব্লেডে মরিচা ধরায়। তখন ব্লেডের ধার কমে। আবার ব্লেডে ময়লা জমে থাকা মানে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ছড়াতে পারে। আর ব্লেডে ধার কম থাকা মানে ত্বকে ফুসকুড়ি, ব্রণ ও র‍্যাশ হতে পারে। তখন ত্বকে বাড়তি দাগ ও সমস্যা বাড়তে পারে। 

এই সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত ব্লেড বদলাতে হবে। আর ব্লেড বদলানোর পাশাপাশি তাড়াহুড়ায় লোম চেঁচে ফেলা এড়াতে হবে। সবসময় লক্ষ্য রাখবেন, জেল বা শেভিং জেল যেন ব্যবহার করা হয়। তাহলে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা থেকে দূরে থাকার সম্ভাবনা থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে