এক্সক্লুসিভ ডেস্ক : নতুন স্মার্টফোন কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্টোরেজ। আগে কম স্টোরেজে কাজ হলেও এখন বেশি স্টোরেজ না হলে চলা মুশকিল। কয়েকদিন পরই স্টোরেজ শেষ হয়ে যায়। স্টোরেজ কমে গেলে ডিভাইসের কার্যকারিতাও কমে আসে। তাই নতুন সেলফোন কেনার ক্ষেত্রে স্টোরেজ কতটুকু হলে ভালো হয় সে বিষয়ে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি।
সেলফোন কেনার সময় তাই সতর্কতা অবলম্বন করতে হবে। যে ডিভাইসটি কেনা হচ্ছে সেটির স্টোরেজ কেমন তা খেয়াল করতে হবে। কেননা ভালো পারফরমন্সের জন্য র্যামের সঙ্গে বেশি স্টোরেজও গুরুত্বপূর্ণ। সেলফোনে যদি র্যাম বেশি থাকে তাহলে একবারে অনেক অ্যাপ চালানো যাবে। র্যাম কম হলে অন্য অ্যাপে প্রবেশ করতে গেলে ডিভাইস হ্যাং করতে পারে।
ছবি, ভিডিও, ফাইল সংরক্ষণে সেলফোনে থাকা ইন্টারনাল স্টোরেজ ব্যবহৃত হয়ে থাকে। স্টোরেজ খুব কম হলে কয়েকদিনের মধ্যে জায়গা শেষ হয়ে যায়। যে কারণে এটি ধীরে চলতে শুরু করে। তাই বেশি র্যাম ও স্টোরেজ দেখে ডিভাইস কেনা জরুরি।
সাধারণ ব্যবহারের জন্য একটি সেলফোনে ৬ জিবি র্যাম যথেষ্ট। তবে গেমিংয়ের জন্য ন্যূনতম ৮ জিবি র্যামের প্রয়োজন। প্রযুক্তিবিদরা অবশ্য ১৬ জিবি র্যামের সেলফোন কেনার পরামর্শ দিয়ে থাকেন।
ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য যথেষ্ট। যদিও অনেকে ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজের ফোন কিনতে পছন্দ করেন। যারা সেলফোন সবচেয়ে বেশি ব্যবহার করেন, তারাও স্টোরেজ স্পেস ফুরিয়ে যাওয়া এবং গতি কম হওয়া এড়াতে ৫১২ জিবি ১ টিবি স্টোরেজ সহফোন কিনতে পছন্দ করেন।