মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৮:৫৫

মোবাইল কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন

মোবাইল কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন

এক্সক্লুসিভ ডেস্ক: প্রত্যেকেরই ভাল মোবাইল সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে মোবাইল কেনার সময় আর অসুবিধায় পড়তে হবে না। কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে ভাল মোবাইল চিনবেন? তাই মোবাইল কেনার আগে যে বিষয় গুলো দেখে নিবেন তা হলো:
ডিসপ্লে :
ষ্টোর এর মাঝে থাকা কম্পিউটার থেকে হাই রেজুলেসন এর একি পিকচার নামিয়ে তা মোবাইল দিকে দেখুন। যদি পরিষ্কার ভাবে দেখায় তবে পারফেক্ট। অতঃপর লক্ষ্য করুন পিকচারের “রঙ, ব্রাইটনেস” ঠিক আছে কিনা।
এবার আপনার মোবাইলের ব্রাউজার বা নোট ওপেন করুন। এবং সেখানে কিছু টাইপ করে দেখুন যে মোবাইলের ফন্ট বা লেখার আকৃতি কিরকম।
টাচস্ক্রীন :
মোবাইল থেকে মেসেজ বা নোটপ্যাড ওপেন করুন। এবার আপনি কিছু কথা চিন্তা করে নিন যা ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মাঝে আপনি টাইপ করতে পারবেন এবং উক্ত মোবাইলটি দ্বারা সম্ভব। এবার স্টার্ট বলে টাইপ শুরু করে দিন। সময় শেষ হলে থেমে যান। টাইপ ভালোভাবে হলে ভালো আর যদি না হয়ে থাকে তাহলে ধরে নিন টাচ স্ক্রিণে সমস্যা আছে।
ক্যামেরা :
আপনার মোবাইলটির ক্যামেরা দিয়ে কিছু পিকচার তুলুন। অবশ্যই ফুল সাইজে তুলবেন এবং কালার ঠিক করে নেবেন অপশন থেকে। এবার আপনার কাজ হচ্ছে পিকচারগুলো অণুবীক্ষণ যন্ত্রের মতন আপনার চোখ দিয়ে খুঁটিয়ে,খুঁটিয়ে দেখা। যদি দেখতে পারেন তাহলে ক্যামেরা ভালো আছে।
ভিডিওর ক্ষেত্রেও তাই করুন। কিছু ভিডিও তুলুন এবং দেখুন সব ঠিক আছে কিনা! যদি ঠিক থাকে তবে আপনার মোবাইলের ক্যামেরা পারফেক্ট আছে বলে আপনি ধরে নিতে পারেন। অবশ্যই পিকচেল দেখে নিবেন যে সঠিক আছে কিনা। অনেকে ৬/৭ মেগা পিকচেল লিখে রাখে কিন্তু বাস্তবে তা থাকে না।
ডিজাইন :
এখানে শুধু মাত্র বাহিরের সুন্দরের জন্য নয় এখানে একটি মোবাইল কিনার সময় ডিজাইন দেখা দরকার এই কারণে যে সেটি আপনার ব্যাগ বা পকেটে আটবে কিনা। হাল যুগের সাথে তাল মিলায় কিনা। আপনার স্টাইল এর সাথে আপনার মোবাইলটি যায় কিনা ইত্যাদি দেখে।
ক্ষমতা :
মোবাইলটির সকল রিসিট , ওরেন্টি, গ্যারান্টি , ব্যাটারির চার্জ কতক্ষণ থাকবে সব দেখে নিন।
নেটওয়ার্ক :
মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকলে তা মাকাল ফলের মতই কার্যকারিতা দেবে। তাই আপনাকে দেখতে হবে মোবাইলের ইন্টারনেট , সিম ইত্যাদির নেটওয়ার্ক ঠিক আছে কিনা বা পরবর্তীতে কোন সমস্যা দেখা দিতে পারে কিনা।
প্রসেসর :
আপনার মোবাইল থেকে একটি ভালো মানের ভিডিও প্লে করুন। যদি ভিডিও টি সুন্দর ভাবে চলতে থাকে এবং কোন সমস্যা না দেখা যায় তবে তা বন্ধ করুন। আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যে “একটি ভিডিও ওপেন হয়ে প্লে হতে কতক্ষণ সময় নেয়” । কারণ এতেই বুঝা যায় যে প্রসেসর এর স্পীড কম নাকি বেশি।
এবার আপনার মোবাইলে সেটআপ থাকা কিছু এপ্লিকেশন ওপেন করুন এবং ভিডিও ক্যামেরা অন করে ভিডিও করতে থাকুন। যদি প্রসেসর থেমে যায় বা মোবাইল কাজ না করে কিছুক্ষণ অফ হয়ে থাকে তবে বুঝতে হবে আপনার প্রসেসর সেই রকম ভালো মানের কিছু নয়।
সাউন্ড কোয়ালিটি :
আপনার মোবাইলের MP3 প্লেয়ার ওপেন করে গান ছেড়ে দিন ফুল ভলিওম এ এবং হেডফোন দিয়ে চেক করুন যে সাউন্ড শুনতে অন্যরকম লাগছে কিনা। যদি আপনার কাছে ভালো লাগে এবং আসলেই মনে হয় যে ঠিক আছে, তাহলে সত্যিই ঠিক আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে