সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ০৭:৪০:৩৬

৫০ হাজার বছর আগের রহস্যময় গুহা!

৫০ হাজার বছর আগের রহস্যময় গুহা!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনারও এই অনন্য গুহা সম্পর্কে জানা উচিত। মানুষের পক্ষে বছরের পর বছর এক জায়গায় থাকা খুব কঠিন। কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ ৫০ হাজার বছর ধরে একই গুহায় বসবাস করেছিল। সেই মানুষের বহু প্রজন্ম এই গুহায় তাদের জীবন কাটিয়েছে। প্রস্তরযুগ থেকে লোহা আবিস্কারের আগে পর্যন্ত পৃথীবির বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন গুহায় বা জঙ্গলে গাছের কোটরে বসবাস করতো।

Cueva de Ardales নামের এই গুহাটি দক্ষিণ স্পেনের মালাগা নামক স্থানে অবস্থিত। প্রাচীন এই গুহার দেয়ালে শিল্পকর্ম, নানা ধরনের ছবিও আঁকা রয়েছে। এ পর্যন্ত এই গুহায় এমন এক হাজারেরও বেশি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই নিদর্শনগুলি যতটা বিখ্যাত, আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের মধ্যেও এগুলি নিয়ে বিতর্ক রয়েছে। এই বিবাদ তৎকালীন নিয়ান্ডারথাল মানুষদের নিয়ে। এই মানুষ শিল্প করতে পারে কি না কোন প্রমাণ আছে।

অনেক বিজ্ঞানী খুঁজে বের করার চেষ্টা করছেন যে নিয়ান্ডারথাল মানুষ এবং আধুনিক মানুষ নিশ্চয়ই এত বছর ধরে এই গুহায় বসবাস করেছে। বলা হয়, নিয়ান্ডারথাল মানুষ ৬৫ হাজার বছর আগে থেকে এই গুহা ব্যবহার করে আসছিল। একই সময়ে, আধুনিক মানুষ ৫০ হাজার বছর আগে এটি ব্যবহার শুরু করে। এই গুহায় যারা থাকতেন তারা ছবি আঁকতেন। এতে তিনি তার লোকদের কবর দিতেন। বর্তমানে এই গুহা থেকে অন্য কোন কাজের প্রমাণ পাওয়া যায়নি।

স্পেনের ক্যাডিজ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জোসে রামোস মুওজের মতে, তিনি প্যালিওলিথিক প্রত্নবস্তুর বয়স নির্ধারণের জন্য ৫০টি রেডিওমেট্রিক তারিখ বের করেছেন। এ থেকে জানা গেছে এই গুহা মানব সভ্যতার অনেক পরিবর্তনের সাক্ষী।

এটাও সামনে এসেছে যে এই সবই ৫৮ হাজার বছরের পুরনো। এর সাথে সাথে এটাও সামনে এসেছে যে এই গুহাটি প্রমাণ করে যে এখানে শিল্প সম্পর্কিত অনেক কাজ হয়েছিল। এই গুহাটির খনন কাজ ২০১১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে করা হয়েছিল।

খুব সরু এবং ছোট প্রধান প্রবেশদ্বার দিয়ে এই গুহার ভিতরে গেলে দেখা যায় যে এটি বহু স্তরে রয়েছে। তাদের জন্য অনেক উপায় আছে। মানবজীবনের প্রমাণ সম্বলিত এই গুহার অনেক এলাকাই বড় হলঘর। গুহার ভেতরের ও নিচের অংশে পৌঁছানোর পর পাওয়া গেছে ৫৮ হাজার বছরের পুরনো দেয়ালচিত্র। এই পেইন্টিংগুলির অনেকগুলি ৪৩ হাজার বছর পর্যন্ত পুরানো। গবেষণায় বলা হয়েছে যে আধুনিক মানুষের আগমন এখানে হয়েছিল ৩৫ হাজার বছর আগে।

আধুনিক মানুষের চলে যাওয়ার পর সাত হাজার বছর কেউ এখানে বাস করেনি এবং এই গুহা কারোরই কাজে আসেনি। এরপর তাম্রযুগ পর্যন্ত মানুষ এই গুহায় আসতে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে