এক্সক্লুসিভ ডেস্ক: শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যবহার করেই ভিডিও দেখা, কোটি মানুষের কাছে শেয়ারিংয় থেকে শুরু করে খুব সহজে আপলোড করা যায় ইউটিউবে। আর তাই এই সাইটটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাইটে পরিণত হয়েছে। কিন্তু আসলে ইউটিউবের এতো বেশি জনপ্রিয়তা পাওয়ার পেছনে কি অন্য কোন কারণ রয়েছে? সম্প্রতি সেটাই খুঁজে বের করেছেন ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষণায় গবেষকরা দেখেছেন, ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় কনটেন্টের মধ্যে রয়েছে মিউজিক ভিডিও। ব্যবহারকারীদের ভিডিও দেখা এবং শেয়ারিংয়ের কার্যক্রম পর্যালোচনা করে এই তথ্য দিয়েছেন গবেষকরা।
গবেষকদলের প্রধান লাসি এ লিক্কানেন বলেন, ‘এই ধরনের গানগুলো ব্যবহারকারীরা নিজেদের আগ্রহেই খুঁজে নেন এবং বাকিদের সাথে সেটা শেয়ার করেন। এ জন্য সংগীতপ্রেমীদের কাছে ইউটিউবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি’।
এ ছাড়া জনপ্রিয় গানগুলো নিয়ে অনেক ব্যবহারকারী নিজেরা নতুন মিউজিক ভিডিও তৈরি করে শেয়ার করেন। সে কারণেও বারবার ওই গান এবং ভিডিওগুলো দেখা হয়। বিশেষ করে জনপ্রিয় গানের মিউজিক ভিডিও হলে সেটা অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ারও বেশি হয়, যেখান থেকে অনেক ব্যবহারকারী ইউটিউবে আসেন।
অন্যদিকে, গবেষকদলের সহ-গবেষক আন্তি সালোভারা বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি, তিন ধরনের মিউজিক ভিডিও মানুষ ইউটিউবে বেশি খুঁজে থাকে। প্রচলিত বা জনপ্রিয়, ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এবং হঠ্যাৎ পেয়ে যাওয়া ভিডিও।’
গবেষকরা জানিয়েছেন, ইউটিউবে কখনো কখনো লাইভ পারফরম্যান্সের ভিডিও দেওয়া থাকে। একটি গানের অনেকগুলো সংস্করণ পাওয়া যায় বলেই ইউটিউব এত জনপ্রিয়।