মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৫:১৫

এবার আপনিও বসতি গড়তে পারবেন মঙ্গলগ্রহে!

এবার আপনিও বসতি গড়তে পারবেন মঙ্গলগ্রহে!

এক্সক্লুসিভ ডেস্ক : আর স্বপ্ন নয়। এবার সত্যিই হতে চলেছে মঙ্গলগ্রহে বসবাসের বিষয়টি। আগামী ৫বছরের মধ্যেই মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করেছে স্পেসএক্স।

হংকংয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্টার্টমিআপএইচকে ফেস্টিভালে এই বিষয়ে জানিয়েছেন মাস্ক।

তাহলে এবার আপনিও যেতে পারবেন মঙ্গলগ্রহে। চাইলে সেখানেও গড়তে পারবেন নিরাপদ আবাস। বিজ্ঞানীদের ইংগীতে তেমনটাই এখন সুস্পষ্ট।

মাস্ক জানিয়েছেন, মহাকাশ অভিযানের জন্য তিনি ইতোমধ্যেই 'প্যারাবলিক ফ্লাইটস' পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে, আমার মনে হয় না বিষয়টি ততটা কঠিন হবে। ভেসে বেড়ানোর ব্যাপারটি তেমন কঠিন কিছু নয়।'
 
মাস্ক আরও জানিয়েছেন, ২০২৫ সাল নাগাদ মানুষকে মঙ্গলে যাওয়ার সুযোগ করে দিতে পারে স্পেসএক্স।

তিনি জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিকাল কনফারেন্স'-এ পরবর্তী প্রজন্মের মহাকাশযানের পরিকল্পনা উন্মোচন করবে স্পেসএক্স।
 
এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৩০ সাল নাগাদ মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে মাস্ক-এর ভাষ্যে, ২০২৫ সাল নাগাদই সম্ভব হতে পারে মানুষের মঙ্গল অভিযান।

মাস্কের অভিমত, মঙ্গলে এমন একটি শহর গড়ে তোলা উচিত যেখানে মানুষ বসবাস করতে পারে। এটি একদিকে যেমন মানুষকে রক্ষা করবে, অন্যদিকে তাদেরকে উৎসাহিতও করবে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে