এক্সক্লুসিভ ডেস্ক : গুগল ম্যাপসে বাসা বা প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত থাকলে যেকোনো জায়গা থেকে গন্তব্যের দূরত্ব জানার পাশাপাশি দ্রুত ফেরার পথের দিকনির্দেশনা পাওয়া যায়। গুগল ম্যাপসে বাসা বা প্রতিষ্ঠানের ঠিকানা যুক্তের পদ্ধতি দেখে নেওয়া যাক—
গুগল ম্যাপসে বাসা বা প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা সেভড বাটনে ট্যাপ করে পরের পেজে থাকা ‘লেবেলড’ অপশনে ক্লিক করলেই হোম ও ওয়ার্ক নামের দুটি অপশন দেখা যাবে।
হোম অপশনে ক্লিক করে সার্চ বারে বাসার ঠিকানা লিখতে হবে। অনেক সময় ভিন্ন ফরম্যাটের ঠিকানা বা বাসার নম্বর গ্রহণ করে না গুগল ম্যাপস। আর তাই গুগল ম্যাপসে ব্যবহৃত ফরম্যাটে ঠিকানা লিখতে হবে। প্রয়োজনে বাসার নম্বর বাদ দিয়ে রাস্তার নাম বা নম্বর লিখতে হবে। এবার গুগল ম্যাপসে বাসার অবস্থান নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করলেই ঠিকানা যুক্ত হয়ে যাবে। একইভাবে ওয়ার্ক অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করা যাবে।