মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০০:৫০

আসুন চেষ্টা করি ফেসবুকের নতুন এক প্রদ্ধতি

আসুন চেষ্টা করি ফেসবুকের নতুন এক প্রদ্ধতি

এক্সুক্লুসিভ ডেস্ক : প্রতিদিনকার জীবন ধারণের সাথে অঙ্গাঅঙ্গিভাবেই এখন জড়িয়ে আছে ফেসবুক। বলা হয় এই ফেসবুক একদিকে যেমন বিশ্বের সবচেয়ে বড় বিনোদন মাধ্যম, আবার ফেসবুক ব্যবসার কেন্দ্রস্থলও।

অর্থাৎ ফেসবুক ছাড়া এখন আর মানুষ এক মুহুর্তও চিন্তা করতে পারেন না। তবে অনেকেই আছেন ফেসবুক সম্পর্কে সাদা-মাটা জ্ঞান ধারণ করেন। জানেন না ফেসবুকের অনেক সুবিধাই।

যেমন ফেসবুকে এমন একটি অপশন রয়েছে যা অত্যন্ত শৈল্পিক। যেখানে আপনি আপনার ছবি আর্ট করতে পারবেন। যা এতদিন আপনার ছিল অজানা।

সম্প্রতি প্রযুক্তিবিদ ম্যাথিয়াস বায়নেনস ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্টকৃত ছবি এএসসিআইআই আর্টে রূপান্তরিত করার উপায় খুঁজে পেয়েছেন।

এমন করতে চাইলে বেশি কিছু আপনাকে করতে হবে না। শুধুমাত্র ওয়েব লিঙ্কের শেষে ফাইল এক্সটেনশন করেই এটি করা যাবে।

এ ক্ষেত্রে আপনি যদি রঙিন ছবি চান তবে ওয়েব লিঙ্কের শেষে আপনাকে ".html" যুক্ত করতে হবে। আর যদি সাদা কালো ছবি চান তবে সেক্ষেত্রে ওয়েব লিঙ্কের শেষে ".txt" লিখতে হবে।

ফেসবুকের ব্যাকগ্রাউন্ড অথবা পোস্টার হিসেবে ভালোই কাজ করে এই রূপান্তরিত লো-ফাই ভাইব। তাহলে এবার ট্রায় করে দেখতে পারেন নতুন এই প্রদ্ধতি।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে