মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০১:৩৬

আজব মাছ, সাঁতার কাটেনা কিন্তু হেঁটে বেড়ায়

আজব মাছ, সাঁতার কাটেনা কিন্তু হেঁটে বেড়ায়

এক্সক্লুসিভ ডেস্ক: ক্যারিবিয়ান সাগরে সন্ধান মিলেছে আজব এক মাছের। যে মাছটি সাঁতার কাটেনা কিন্তু হেঁটে বেড়ায়। মাছটিকে কেউ কেউ আবার ভিনগ্রহের জীব বলেও দাবি করছেন। আজব এই মাছটির রয়েছে মানুষের মতো নাক, আঙুল ও পায়ের পাতা। সমুদ্রের পানিতেও এই মাছ হেঁটে চলে বেড়ায় বলে দাবি করেছে এর শিকারী জেলে।

ক্যারিয়বীয় দ্বীপের স্থানীয় জেলেরা মাছটি দেখে তাজ্জব বনে গেছেন। যে জেলে প্রথম এই মাছ দেখেন, তিনি বলেন, ''আমি তো ভাবতেই পারি না কোনো মাছ দেখতে এমন হতে পারে। আমি ভেবেছিলাম ওটা আসলে মানুষ। তারপর ভাবলাম মানুষ মাছ।''

৭৪ বছর বয়সী জেলে হোপ ম্যাকলরেন্স জানান এই অদ্ভুত মাছ ধরার অভিজ্ঞতা। তার জালেই ধরা পড়ে বলে দাবি করেন তিনি। হোপ বলেন, ৫০ বছর ধরে মাছ ধরছি কিন্তু এমন মাছ কোনও দিন দেখিনি। তার মুখের কাছে মানুষের মতো নাক রয়েছে। কোনও পাখনা নেই। পায়ের পাতা রয়েছে।’’
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে