শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২:২৫:৩৯

স্ত্রীর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ শর্টকাট উপায়

স্ত্রীর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ শর্টকাট উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : ভালোবেসে বিয়ে করলে স্বামী-স্ত্রী একে অপরকে গভীরভাবে চেনেন। এতে নতুন সংসারের বোঝাপড়ায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পারিবারিকভাবে দেখেশুনে বিয়ের ক্ষেত্রে বিষয়টা একবারে উল্টো। এ ক্ষেত্রে পাত্র-পাত্রী একে অপরকে জানার সুযোগও পান না।

তাই তাদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসার অনুভূতি তৈরি হতে সময় লাগে। কিছু পুরুষ ও নারী অন্তর্মুখী স্বভাবের হওয়ায় পারিবারিকভাবে বিয়ের পরও তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় না। পারিবারিকভাবে বিয়ের পর স্ত্রীর মনে ভালোবাসা সৃষ্টির পাঁচ কৌশল সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. স্ত্রীকে ভালোবাসার কথা বলতে হবে : স্ত্রীর মনে ভালোবাসার অনুভূতি জন্মাতে তাকে সকাল-বিকেল ‘ভালোবাসি’ কথাটা বলুন। এতে তার মনে আপনার জন্যও ভালোবাসা তৈরি হবে। তারপর একে অপরের সঙ্গে ঘর বেঁধে থাকতে পারবেন। কোনো ঝড়ঝাপ্টা আর আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবে না।

২. স্ত্রীকে সময় বেশি দিতে হবে: স্ত্রীর ভালোবাসা চাইলে তাকে বেশি সময় দিতে হবে। তাই অফিস বা কাজ থেকে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করুন। তারপর স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটান। তার সঙ্গে গল্প-গুজব করুন। এতেই দেখবেন আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়বে। তিনি আপনাকে ভালোবাসবেন।

 ৩. স্ত্রীর ভালো লাগাকে প্রাধান্য দিতে হবে: স্ত্রীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখাটা প্রত্যেক স্বামীর কর্তব্য। তাই স্ত্রীর ভালোবাসা চাইলে তার পছন্দ-অপছন্দের খেয়াল তো রাখতেই হবে। সুতরাং এবার থেকে এই দিকটায় বিশেষভাবে নজর দিন। তার পছন্দের খাবার খান, তার পছন্দের পোশাক পরুন, তার পছন্দমতো জায়গায় খেতে যান। 

​৪. স্ত্রীকে উপহার দিন: উপহার পেতে সবারই ভালো লাগে। তাই মাসের শেষে পয়সা বাঁচলে নিজের সাধ্যমতো একটা কিছু স্ত্রীর জন্য কিনে আনুন। আপনার কাছে এমন সারপ্রাইজ পাওয়ার পর স্ত্রীর মনে আনন্দের সীমা-পরিসীমা থাকবে না। তিনিও এক নিমেষেই আপনার ভালোবাসায় গলে যাবেন।

​৫. স্ত্রীর পরিবারকে সম্মান দিতে হবে: স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে তার পরিবারের প্রতি সম্মান রাখতে হবে। এটাই হলো স্ত্রীর ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ শর্টকাট উপায়। তাই স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই তার পরিবারের প্রশংসা করতে ভুলবেন না। এতে আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তাড়াতাড়ি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে