শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ০৩:২৫:৪৮

লো ব্যাটারি থাকলে ভুলেও কল করবেন না

লো ব্যাটারি থাকলে ভুলেও কল করবেন না

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোন ব্যবহার করা যেমন সুবিধের, তেমন এটি অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। স্মার্টফোন বিস্ফোরণ ঘটনা ঘটার সংখ্যা নেহাত কম নয়। শুধু তাই নয়, বিশ্বের নানান প্রান্ত থেকে মৃত্যুর খবরও শোনা যায়। সম্প্রতি, সঞ্জীব রাজা নামে এক যুবক বিছানার পাশে ফোন রেখে ঘুমাচ্ছিল এবং তা ফেটে গিয়েই বিপত্তি ঘটে। ঘটনাটি বিহারের ভাগলপুরের।

আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে স্মার্টফোন। এটি ছাড়া এক মুহূর্ত কাটানো প্রায় অসম্ভব। কিন্তু মাঝেমধ্যেই স্মার্টফোন বিস্ফোরণের খবর পাওয়া যায়। এমনকি অনেকের প্রাণও গিয়েছে এই দুর্ঘটনায়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময় লিথিয়াম ব্যাটারি ফেটে গিয়ে বিপত্তি দেখা দিতে পারে।

তাদের কথায়, স্মার্টফোন অতিরিক্ত চার্জ দেওয়া বা একেবারেই চার্জ না দিয়ে ফেলে রাখা ফোন ব্যবহার করতে গেলেও বিস্ফোরণ ঘটা অস্বাভাবিক কিছু নয়। তবে এমন ঘটনা আচমকা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টফোন কোনো না কোনো ইঙ্গিত দিয়ে থাকে। আর এই ধরনের কোন ইঙ্গিত পেলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে।

এবার কোন ইঙ্গিত দেখে বুঝবেন যে আপনার স্মার্টফোনটি ব্লাস্ট হওয়ার আশঙ্কা রয়েছে? প্লাস্টিক বা কোন রাসায়নিক পদার্থের পোড়া গন্ধ, বা ফোন থেকে কোন ক্ষীণ শব্দ বা খুব অল্প সময়ের মধ্যে চার্জে বসানো ফোন গরম হয়ে যাওয়া এই সমস্ত ইঙ্গিতগুলো পেলে সচেতন হওয়া উচিত।

⁠এমন দুর্ঘটনা এড়াতে কি কি করা উচিত :

- ফোন যেন বারবার হাত থেকে মাটিতে বা জলে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
- ফোন ভুলেও রোদের মধ্যে রাখবেন না।
- অনেক সময় ব্যাটারি ফুলে যায়, তাই ব্যাটারির স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে।
- আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই কোম্পানির চার্জার ব্যবহার করা উচিত।
- দ্রুত ব্যাটারি ক্ষয় করে এমন কোন সফটওয়্যার ইনস্টল করার থেকে বিরত থাকতে হবে।
- লো ব্যাটারি থাকলে ভুলেও কল করবেন না।
- চার্জ দেওয়ার সময় গেম খেলা বা কল করা বড় বিপদ ডেকে আনতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে