শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ০৩:৩০:৩১

যে ৫ কারণে হঠাৎ করেই ভেঙে যায় সাজানো সংসার!

 যে ৫ কারণে হঠাৎ করেই ভেঙে যায় সাজানো সংসার!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেমের সম্পর্কে থাকা আর বিয়ে করে সংসার করা পুরোটাই আলাদা। বিয়ের আগে প্রেমের সম্পর্ক যতই গভীর থাকুক না কেন, বিয়ের পর আবার শূন্য থেকেই সব শুরু করতে হবে। বিয়ের পর দু'পক্ষের অত্যাধিক আত্মবিশ্বাস আর উদাসীনতার জন্যই সম্পর্কে অবনতি দেখা দিতে পারে। আর হঠাৎ করেই ভেঙে যায় সাজানো সংসার।

এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাবধান হওয়া উচিত। প্রেম করে বিয়ে করার পরও কেন সুন্দর সম্পর্কে হঠাৎ করেই অবনতি দেখা দেয়, সে বিষয়ে জানাচ্ছেন অভিজ্ঞজনরা।

১. ভালোবাসা ​কমে গেলে : দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলমন্ত্র ভালোবাসা। এই ভালোবাসার অভাব হলে সম্পর্কে সুখী হওয়া সম্ভব নয়। তাই সময় থাকতে সম্পর্কের দিকে নজর দিতে হবে। পরস্পরকে বেশি বেশি ভালোবাসতে হবে।

২. সম্মান না করা: বর্তমানে অধিকাংশ নারীই স্বাধীনচেতা। আর এটাই তাদের জীবনযুদ্ধে এগিয়ে দিয়েছে। তবে এখনও কিছু পুরুষ নিজের স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে চান না। এর ফলেই স্ত্রীর মনে জমা হয় ক্ষোভের পাহাড়। এমনকি তারা এই কারণে বিচ্ছেদের পথে যেতেও দ্বিধাবোধ করেন না। একই বিষয় পুরুষদের জন্যেও প্রযোজ্য। স্বামীকেও তার প্রাপ্য সম্মান দিতে হব। তাই নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাইলে অবশ্যই পরস্পরকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।

৩. সময় না দেওয়া: একসাথে থাকতে গেলে একে অপরকে সময় দেওয়াটা খুবই জরুরি। পরস্পরকে সময় না দিলে হাসিখুশি সম্পর্কও ভেঙে যেতে সময় লাগে না। যে নারীরা গৃহিনী, তাদের বেশিরভাগ সময়টাই বাড়িতেই কাটে। তখন স্ত্রীকে সময় না দেওয়ায় তাদের মনে তৈরি হয় এক বিরাট শূন্যতা। আর এই শূন্যতার জন্য সম্পর্কের রং ধীরে ধীর ফিকে হতে থাকে। 

​৪. অযথা রাগ দেখানো: সারাদিন অযথা রাগ দেখানোর অভ্যাস থাকলে বাদ দিতে হবে। আপনার এই অভ্যাসের জন্য আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই অযথা রাগ না দেখিয়ে তার সাথে শান্তশিষ্ট ব্যবহার করুন।

৫. ঘনিষ্ঠতার অভাব : স্বামী-স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শারীরিক ঘনিষ্ঠতা গুরুত্বপূর্ণ। এর ফলে সম্পর্কে একাধিক জটিলতা তৈরি হতে পারে। এমনকি সংসার ভেঙে যেতে পারে। তাই সম্পর্কের স্বার্থেই পরস্পরের প্রতি শারীরিক আকর্ষণ বজায় রাখতে হবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে