শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১১:১৪:০১

১২০ কোটি টাকা এক মোটরসাইকেলের দাম!

১২০ কোটি টাকা এক মোটরসাইকেলের দাম!

এক্সক্লুসিভ ডেস্ক : মোটরসাইকেল। সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিগত বাহনগুলোর মধ্যে অন্যতম। প্রয়োজন ছাপিয় শখের বশে অনেকেই এই দুই চাকার যানের পেছনে দেদারসে টাকা ঢালেন। আর গ্রাহকদের রুচি এবং চাহিদা বিবেচনায় নির্মাতা কোম্পানিগুলোও প্রচুর দামি ও দুর্দান্ত ডিজাইনের মোটরবাইক তৈরি করছে।

এসব বাইকের মধ্যে কারো পছন্দ চওড়া হ্যান্ডেলবারের ত্রুজার আবার কারো স্পোর্টস বাইক। বাজারে এই দুই ধরণের বাইকের চাহিদা সবচেয়ে বেশি দেখা যায়। এগুলোর দামও হয় বেশি। সবচেয়ে দামি বাইকের প্রসঙ্গ উঠলে অনেকেরই মাথায় আসে হার্লে-ডেভিডসন অথবা বিএমডাব্লিউ’র নাম। কিন্তু জানেন কি? এদের থেকেও দামি মোটরসাইকেল রয়েছে বাজারে।

বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের নাম ‌‘নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় যা প্রায় ১২০ কোটি ৩৫ লাখ।

মজার বিষয় হলো এই মোটরসাইকেল তৈরিকারী ‘নেইমান মার্কাস গ্রুপ’ প্রকৃত অর্থে মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠানই না! বরং তারা আমেরিকান লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর ব্যান্ড।

‘নেইমান মার্কাস’ বিশ্বজুড়ে বিলাসি এবং অনন্য পণ্য প্রদর্শন, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনারদের দৃষ্টিনন্দন কাজ, সমৃদ্ধ গৃহসজ্জার সামগ্রী এবং অতুলনীয় উপহার সামগ্রীর জন্য বিখ্যাত। তবে ‘দ্য নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’ মোটরসাইকেলটি তাদের পণ্যগুলোর মধ্যে একটি বিরল সংযোজন।

কী আছে বিশ্বের সবচেয়ে দামি বাইক ‘নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’-এ? ‘নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’-এর উচ্চ মূল্য এবং ভীতিকর লুক সত্ত্বেও বাইকটি রাস্তায় চলাচলের জন্য বৈধ। ব্যতিক্রম নকশা এবং পারফরম্যান্সের কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেলগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এটি।

এই মোটরসাইকেলে রয়েছে ১২০ সিআই ৪৫-ডিগ্রি এয়ার-কুলড ভি-টুইন ইঞ্জিন। বডি পার্টস টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবারের। কার্বন ফাইবারের ফ্রেম হওয়ায় এটি একদিকে শক্তিশালী অন্যদিকে অত্যন্ত হালকা। যা খুব দ্রুত গতি বাড়াতে সাহায্য করে। মোটরসাইকেলটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বা ১৯০ মাইল গতিতে চলতে পারে।

এক সিটের এই বাইক সম্পর্কে বিষদ তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, এর মাইলেজ ৯/১০ কিলোমিটার। ১০০ কিলোমিটার গতি তুলতে এর মাত্র ৩ সেকেন্ড সময় লাগে। ১৯৬৬.৫৫ সিরির এই বাইকে দুই সিলিন্ডা এবং প্রতি সিলিন্ডারে ৪টি ভালব রয়েছে।

প্রচুর দামি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এই বাইক সচরাচর রাস্তায় দেখা যায় না। এটি সর্বসাধারণের জন্য তৈরিও করা হয়নি। নেইমান মার্কাস এই এডিশনের মাত্র ৪৫টি বাইক তৈরি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে