এক্সক্লুসিভ ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি চোখকে বিভ্রান্ত করার জন্য পরিচিত। আজকাল ইন্টারনেটে এই ধরনের ধাঁধা গুলি হামেশাই ভাইরাল হচ্ছে আর অনেকে এগুলি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতেও পছন্দ করেন।
অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি যেমন মজাদার তেমন আকর্ষণীয়ও। আজকের এই প্রতিবেদনে একটি নতুন ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে, যেখানে পাশাপাশি দুটি ছবির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।
আপনি যদি ১৫ সেকেন্ডের মধ্যে পার্থক্যগুলি খুঁজে পান তাহলে জানবেন আপনার দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কও দ্রুত চলে। এছাড়া আপনাকে জিনিয়াস বললেও ভুল হবে না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হতে পারেন।
তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না। আপনি দৃষ্টিশক্তি প্রয়োগ করে খুব সহজেই এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারেন। কিন্তু একাগ্রতা, উন্নত দৃষ্টিশক্তির প্রয়োজন হয়। এছাড়া মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।
ছবিতে দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটো ছবিতে একটি মোরগ রয়েছে। প্রথম দর্শনে ছবি দুটিকে একই মনে হবে। কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই ছবির পার্থক্য গুলি খুঁজে পাবেন আর এর জন্য আপনার হাতে রয়েছে মাত্র ১৫ সেকেন্ড।
এই সময়ের মধ্যে চ্যালেঞ্জটি পূরণ করতে পারলে আপনার দৃষ্টিশক্তির প্রশংসা করতেই হয়। তবে এখনও যারা ছবি দুটির পার্থক্য খুঁজে পাননি তাদের চিন্তা করার কিছু নেই আমরা লাল রঙের মার্ক করে বুঝিয়ে দিয়েছি।
ছবির প্রথম পার্থক্যটি রয়েছে মোরগটির ঝুটিতে, দ্বিতীয়টি গাছে এবং তৃতীয়টি মুরগির লেজে। জানিয়ে রাখি, এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার আগে আপনাকে মনকে স্থির রেখে খুঁটিনাটিয়ে ছবিটি পর্যবেক্ষণ করা উচিত।