এক্সক্লুসিভ ডেস্ক : চুল নিয়ে যত টেনশন নারীর। কীভাবে লম্বা করা চুল তা নিয়ে বান্ধবী কিংবা পড়শিদের সাথে খোলামেলা আলোচনা করেন। অনেকে ডাক্তারের সরণাপন্নও হন। বাজারে যত রকমের হেয়ার অয়েল পাওয়া যায় তার একটিও বাকি রাখেন না।
অনেক নারীর আজকাল চুল নিয়ে অভিযোগ ৷ দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি বেশির ভাগ নারীর সমস্যা। তবে চুল দ্রুত লম্বা করতে চাইলে এবার হাতের কাছেই পাবেন সে ওষুধ। জেনে নিন সেই ফলের গুণাগুণ।
আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী৷ কলা কেবল চুলকে লম্বাই করবে না, একইসাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দু’দিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিউটিশিয়ান তানিয়া।
কী কী লাগবে?
২টি পাকা কলা (চটকে নেয়া)
১টি ডিমের কুসুম
১চা চামচ পাতি লেবুর রস
কীভাবে লাগাবেন?
প্রথমে ভালো করে তিনটি উপাদান মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন।
এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন।
তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তার ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
এভাবে ঘণ্টাখানেক রাখুন। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।