মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৫:৪৯

খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী : মিশরীয় গবেষক

খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী : মিশরীয় গবেষক

এক্সক্লুসিভ ডেস্ক : খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী এমন দাবি গবেষকরা করলেও কিন্তু কবে কখন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তারা।
পৃথিবী ধ্বংসের এমন খবর মাঝেমধ্যে উঠে আসলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।  তবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন, কবে কখন পৃথিবী ধ্বংস হবে।

পৃথিবী ধ্বংস হবে এ প্রশ্ন চিরকাল ছিল এবং আছে মানুষের মধ্যে।  এবার সেই প্রশ্নকে আরো একটু উসকে দিল মিশরীয়দের একটা প্রত্নতাত্বিক আবিষ্কার।  

মিশরীয় রাজ পরিবারের একটা কালো ইতিহাস আছে।  এবার সেটাই উদ্ভাসিত হতে চলেছে।  সেই সূত্র ধরেই বলা হচ্ছে, যেভাবে অতীতে মিশরীয় সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সেভাবেই বর্তমানেও একদিন ঠিক শেষ হয়ে যাবে আজকের সভ্যতা।

জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

চেক প্রজাতন্ত্রের একটি ঐতিহাসিক দল মিশরে খনন কাজ চালাচ্ছিল। তখনই তারা খুঁজে পান, মিশরীয় সভ্যতার এক রানী খেনটাকাসের মাথার খুলি।  সেই খুলির বিশ্লেষণ করতে গিয়ে তারা জানতে পারেন, ঠিক কীভাবে মিশরীয় সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল।

একটি জায়গায় সেখা রয়েছে, যেদিন এটি পাওয়া যাবে, সেদিনই ধ্বংস হয়ে যাবে পৃথিবী! এই রানী খেনটাকাসের স্বামী ছিলেন ফ্যারাও নেফ্রেফ্রে।  পুরনো দিনের সেই সভ্যতাকে নিয়ে খুঁটিয়ে গবেষণা করতে গিয়ে দেখা যাচ্ছে যে, আজ থেকে ঠিক সাড়ে চার হাজার বছর আগে পৃথিবীর অবস্থা যেমন ছিল, আজো তেমন রয়েছে।

খেনটাকাস যখন জীবীত ছিলেন আজকের পৃথিবী ঠিক মিশরের মতোই ছিল। কিন্তু তিনি মারা যাওয়ার ২০০ বছরের মধ্যে একেবারেই বদলে যায় সবকিছু। নীলনদের জলবায়ুর পরিবর্তন হয়।  

সেইসঙ্গে মিশরীয় সভ্যতা একেবারে ধ্বংস হয়ে যায়।  ইতিহাসবিদরা বলছেন, আজকের পৃথিবীও যেকোনো দিন মিশরীয় সভ্যতার মতোই হারিয়ে যাবে।

প্রফেসর বার্তা বলেছেন, তখনকার দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল মিশরীয় সভ্যতাকে ঘিরে, এখনো ঠিক তেমন কিছুই ঘটতে চলেছে পৃথিবীর সঙ্গে।  তার কারণ, এই মাথার খুলিটা পাওয়া গেলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে