মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫০:০২

আসছে প্রেম দিবস, প্রেম নিবেদন করুন ৪০টি ভাষায়

 আসছে প্রেম দিবস,  প্রেম নিবেদন করুন ৪০টি ভাষায়

এক্সক্লুসিভ ডেস্ক : আসছে প্রেম দিবস।  প্রেমিক-প্রেমিকারা নানাভাবে প্রেম নিবেদন করে থাকেন।  এবার প্রেম নিবেদন করুন ৪০টি ভাষায়, যা আগে  কখনো কেউ করেননি।

বাংলা- আমি তোমাকে ভালোবাসি।
ইংরেজি- আই লাভ ইউ।
ইতালিয়ান- তি আমো।
রাশিয়ান- ইয়া তেবয়া লিউবিউ।
কোরিয়ান- তাঙশিনুল সারাঙ হা ইয়ো।

কানাডা- নানু নিনানু প্রীতিসুথিন।
জার্মান- ইস লিবে দিস।
রাখাইন- অ্যাঁই সাঁইতে।
ক্যাম্বোডিয়ান- বোন স্রো লানহউন।
ফার্সি- দুস্তাত দারাম।

তিউনিশিয়া- হাকে বাক।
ফিলিপিনো- ইনবিগ কিটা।
লাতিন- তে আমো।
আইরিশ- তাইম ইনগ্রা লিত।
ফ্রেঞ্চ- ইয়ে তাইমে।

ডাচ- ইক হু ভ্যান ইউ।
অসমিয়া- মুই তোমাকে ভাল পাও।
জুলু- মেনা তান্দা উইনা।
তুর্কি- সেনি সেভিউর ম।
মহেলি- মহে পেন্দা।

তামিল- নান উন্নাই কাদালিকিয়েন।
সহেলি- নাকু পেন্দা।
ইরানি- মাহ্ন দুস্তাহ দোহ্রাহম।
হিব্রু- আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলে), আওটাচ (ছেলেকে মেয়ে)।
গুজরাটি- হু তানে প্রেম কার ছু।

চেক- মিলুই তে।
পোলিশ- কোচাম গিয়ে।
পর্তুগীজ- ইউ আমু তে।
বসনিয়ান- ভলমি তে।
তিউনেশিয়ান- হা এহ বাদ।
হাওয়াই- আলোহা ওয়াই লা ওই।

আলবেনিয়া- তে দুয়া।
লিথুলিয়ান- তাভ মায়লিউ।
চাইনিজ- ওউ আই নি।
তাইওয়ান- গাউয়া আই লি।
পার্শিয়ান- তোর ডোস্ট ডারাম।
মালয়শিয়ান- সায়া চিনতা কামু।
তথ্যসূত্র : ‘অসাধারণ জ্ঞান’ (লেখক-স্বরূপ দত্ত, পার্থ প্রতিম চন্দ্র)
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে