এক্সক্লুসিভ ডেস্ক : ভূমিকম্পের আসল কারণ যাই হোক না কেন সে বিষয়ে এর আগে অনেকেই 'বিচিত্র' মতামত দিয়েছেন। কেউ বলেছেন গরু খাওয়ার ফলেই নাকি কাঁপছে মাটি, কেউ বলেছিলেন নির্দিষ্ট ধর্মের ছাতার তলায় না গেলে এভাবেই 'ঈশ্বরের' রোষানলে পড়তে হবে। এবার নয়া এক 'আজগুবি' তত্ত্বের হদিস পাওয়া গেল।
ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজল (JUI-F)-এর মুখ্য মওলানা ফজলুর রহমান বললেন মেয়েদের জিনস পরাই ভূমিকম্পের মতো বিপর্যয়ের কারণ। তিনি দাবি করেছেন, পাক সরকার যেন সশস্ত্র বাহিনীর মাধ্যমে এখনই একটি মিলিটারি অপরেশন করে সে দেশে মহিলাদের জিনস পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাঁর মতে মেয়েদের 'অশোভন' আচরণ শুধু ভূমিকম্প নয়, মুদ্রাস্ফীতিরও কারণ। যে মেয়েরা নিজেদের 'ময়দার বস্তা'-র মতো ঢেকে রাখে না তারা আসলে মানবসভ্যতা ধ্বংসের মোবাইল অস্ত্র। মত ফজলুর রহমানের।
পাকিস্তানের বিদ্যুতের সংকট, নিরাপত্তা ধ্বংস এমনকি বেলুচিস্তানের সমস্যারও পিছনেও মেয়েদের 'অশোভন আচরণ'-কে দায়ী করেছেন জেইউআই এফ প্রধান।
নারীদের বস্তায় পুরে বাড়ির মধ্যে রেখে দিয়ে দেশে শরিয়াহ আইন চালু করলে, তালিবানি ভাইরা আর পাকিস্তান আক্রমণ করবে না। মন্তব্য ফজলুর রহমানের।
এর আগে, নেপালে শনিবারের ভয়াবহতম ভূমিকম্পের জন্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী দায়ী! ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের বিতর্কিত সংসদ সদস্য সাক্ষী মহারাজ এমন অভিযোগ করেছেন। রাহুল সম্প্রতি নেপালের পবিত্র কেদারনাথ দর্শনে গিয়েছিলেন। সাক্ষীর অভিযোগ, গরুর গোশত খাওয়ার পর নিজেকে পবিত্র না করেই ওই ধর্মগুরুর কাছে গিয়েছিলেন তিনি। তাই নেপালে এই ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের মতো ভয়াবহ ঘটনায় এ ধরনের উদ্ভট মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মতো মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করা হচ্ছে। ডিএনএ, হিন্দুস্তান টাইমস
কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব সোমবার জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের কতিপয় সাথি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং সংকীর্ণ মনোভাব নিয়ে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।’ তিনি মিডিয়ায় প্রকাশিত খবরের কথা মনে করিয়ে দিয়ে জানান, ‘নারীদের ১০ সন্তানের জš§ দেয়ার আহ্বান জানিয়ে বিখ্যাত হওয়া বিজেপিনেতা এবং এমপি সাক্ষী মহারাজ এবার নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধীর ভগবান কেদারনাথ দর্শনকে দায়ী করেছেন।
কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব জানান, ‘এ রকম মন্তব্য করে তিনি শুধু কেদারনাথের উপর বিশ্বাস রাখা মানুষদেরই অপমান করেননি বরং ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপর্যস্তদের প্রতিও উপহাস করেছেন।'
উল্লেখ্য, গত সপ্তাহেই রাহুল গান্ধী কেদারনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। রাহুল মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে মন্দিরের ভেতরে গিয়ে কিছু সময় কাটান। সেখানে পূজা দেয়ার পর তিনি মন্দিরের আশেপাশে ঘুরে দেখেন এবং মাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রামও করেন।