মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪২:৪৭

ভবিষ্যতে মানুষ হয়ে যাবে হাঁসের মতো : ম্যাথু স্কিনার

ভবিষ্যতে মানুষ হয়ে যাবে হাঁসের মতো : ম্যাথু স্কিনার

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকে যখন আপনার বান্ধবীরা সেলফি পোস্ট করেন, তখন একটা ব্যাপার লক্ষ্য করেছেন কখনো? অনেকেই ঠোঁটটাকে একটু সূচালো করে ছবি তোলেন। ব্যাপারটাকে বলা হয় 'ডাক ফেস'। মানে, হাঁসের ঠোঁটের মতো মুখ! তাই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে রসিকতা- মেয়েরা না কি এভাবেই বিবর্তনের পথ পেরিয়ে হংসমুখী হয়ে যাবেন! সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ওটা রসিকতা হলেও মার্কিন গবেষক ম্যাথু স্কিনার কিন্তু রসিকতার চলে বলছেন না। তিনি বলছেন, ভবিষ্যত পৃথিবীর মানুষের মধ্যে সত্যিই দেখা দেবে হাঁসের শারীরিক বৈশিষ্ট্য। মানুষের পায়ের পাতা জুড়ে গিয়ে হয়ে যাবে হাঁসের পায়ের মতো। মাছের মতো মানুষের ফুসফুস তখন অক্সিজেন টানতে পারবে পানি থেকেও। এবং, বদলে যাবে মানুষের দৃষ্টিশক্তি! মাছ যেমন জলেও দেখতে পায়, মানুষও সেরকম ভাবেই দেখতে পারবে!

আচমকা কেন এরকম কথা বলছেন স্কিনার? স্কিনারের দাবি, ভবিষ্যত পৃথিবী বঞ্চিত হবে সৌরালোক থেকে। পথিবী তখন বেশির ভাগ অংশই ঢেকে থাকবে ছায়ায়। এবং, স্থলভাগের পরিমাণ কমে গিয়ে জলভাগের পরিমাণ বেড়ে যাবে। এমনকি, স্থল বলে যে কিছু থাকবেই না- সে কথাটাও বেশ জোর দিয়ে বলছেন তিনি।

এঅরকম পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে মানুষের শরীরও বিবর্তনের পথে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে। আর, তার থেকেই জন্ম নেবে হাঁসের মতো পায়ের পাতা এবং মাছের মতো ফুসফুস, চোখ!

আমরা যারা এখন খবরটা লিখছি এবং পড়ছি, তারা হয়তোবা সেই দিনটি দেখে যেতে পারব না! আর, যদি সেই ভবিষ্যত পৃথিবীতে জন্মাই ওই ভাবে? সেটা অন্য কথা! ওটা নিয়ে এখনই ভেবে লাভ কি!
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে