মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১০:১২

ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার চাকরির অফার পেলেন সেই ছেলেটি!

ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার চাকরির অফার পেলেন সেই ছেলেটি!

এক্সক্লুসিভ ডেস্ক : ভাগ্য ফেরাতে সাধনার দরকার।  ধৈর্যশীল ব্যক্তির ক্ষেত্রেই তা সম্ভব।  এমনই ঘটনা ভারতের বিহারে।  অতি সাধারণ পরিবারের ছেলে। ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখার সাহস হারাননি তিনি।  তার মেধাই সেই স্পর্ধা জুগিয়েছে।  সেই স্বপ্ন আজ আঠারআনা সত্যি।  তবে লাখ টাকা নয়, ১.০২ কোটির চাকরির অফার পেয়েছেন সেই ছেলেটি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

বিহারের সরকারি হিন্দি মাধ্যম স্কুল থেকে আইআইটি খড়গপুর।  তিনি বাত্‍‌সল্য সিং চৌহান।  বছর বাইশের বাত্‍‌সল্য আইআইটি-খড়গপুরের ফাইনাল ইয়ারের ছাত্র।  বাবা  ওয়েল্ডার শ্রমিক।  বিহারের খাগারিয়ার সানহৌলি গ্রামের সেই ওয়েল্ডারের ছেলে এবার চাকরি করবেন মার্কিন সফটওয়ার জায়েন্ট মাইক্রোসফটে।  জানা গেছে, বাত্‍‌সল্যকে বার্ষিক ১.০২ কোটি টাকা অফার করেছে মাইক্রোসফট।

ছয় ভাই-বোনের মধ্যে বাত্‍‌সল্যই সবচেয়ে বড়।  ২০১১-এ ১২ ক্লাসের পরীক্ষায় ৭৫% নম্বর পেয়ে আইআইটির তোড়জোড় শুরু করেন।  তার জন্য বিশেষ কোচিং নিয়ে সফলও হন।  IIT-JEE-এ তার অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৩৮২।  খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি।

গত ডিসেম্বরে ক্যাম্পাস প্লেসমেন্টের সময় মাইক্রোসফটা তাকে বার্ষিক ১.০২ কোটি টাকার চাকরি অফার করে।  বাত্‍‌সল্য জানান, বি টেক শেষ করে চাকরিতে যোগ দেবেন।

বাত্সল্যর বাবা চন্দ্রকান্ত জানান, তার মতো সামান্য একজন শ্রমিক ছেলের পড়াশোনার পেছনে এত টাকা খরচ করবেন কী করে! তাই ব্যাঙ্ক থেকে ছেলের জন্য এডুকেশন লোন নেন।  সেই ধারের সাড়ে ৩ লাখ টাকাতেই খড়গপুর আইআইটিতে ভর্তি করেন ছেলেকে।  ছেলের এই মোটা বেতনের চাকরিতে তৃপ্ত চন্দ্রকান্ত।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে