এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের জীবনে রঙের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সময় ও মুড অনুযায়ী আমরা নিজেদের তো বটেই, চারপাশকেও রাঙাই নানান রঙে। মানুষের জীবনে রং যে বেশ ভালোমতোই প্রভাব ফেলে সে বিষয়ে বিজ্ঞানীরাও একমত। গবেষণায় উঠে এসেছে, শোওয়ার ঘরের দেয়ালের রঙ যদি হয় রক্ত-বেগুনি, তাহলে জীবন খুব সুখের হয়। আসুন জেনে নিই, আমাদের জীবনে কোন রং কী প্রভাব ফেলে।
সাদা : সাদা শুদ্ধতা ও বিশ্বাসের প্রতীক। প্রভাবের ক্ষেত্রেও তাই। সাদা পোশাক পরা মানুষকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখি। মূলত সেই কারণেই নার্স ও চিকিৎসকরা সাদা পোশাক পরেন!
লাল : লাল রঙের সাহায্যে একজন নারী পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। লালের প্রকোপ বেশি এমন পোশাক পরা নারীকে পুরুষরা বেশি পছন্দ করবে। এই কারণেই বাঙালী হিন্দু বিয়েতে কনের পরনে লাল বেনারসী দেখা যায়।
নীল : গবেষনায় দেখা গেছে, খাবার ঘরের রঙ নীল হলে শরীরের ওজন কমে। এমন রঙয়ের ঘরে বসে, চাইলেও কেউ বেশি ক্যালোরি গ্রহণ করতে পারবে না।
কালো : এটি অস্থিরতার প্রতীক। গবেষণায় দেখা গেছে, কালো পোশাক পরা লোক বেশি মারমুখী হয়। বেশিরভাগ নারী এই রঙের পোশাক পরা পুরুষের কাছে সবচেয়ে নিরাপদ বোধ করেন।
গোলাপি : বিরক্তি ও রাগ কমাতে এই রঙয়ের ভূমিকা অনন্য। যাদের পোশাকের মধ্যে গোলাপির প্রধান্য থাকে, তারা অন্যদের কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন।
হলুদ : মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে, কারণ হলুদ রঙ মস্তিষ্ককে জাগ্রত করে।
সবুজ : মস্তিষ্ক শান্ত রাখতে সবুজের বিকল্প নেই। এজন্যই টিভি স্টুডিওগুলোতে ‘গ্রিনরুম’ নামে একটি ঘর থাকে। অনুষ্ঠানের আগে শিল্পীরা সেখানে বসে মস্তিষ্ককে সুস্থির করে নেন। মস্তিষ্কের প্রশান্তির জন্য সবুজের বিকল্প নেই।