বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ০৪:৫৯:০২

মোবাইল বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই যা করবেন

মোবাইল বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই যা করবেন

এক্সক্লুসিভ ডেস্ক : রোদেলা দিনে হঠাৎ আকাশ কালো করে ঝুম বৃষ্টি। আপনি যদি তখন রাস্তায় থাকেন, তাহলে ভিজে যেতেই পারে হাতের মোবাইল ফোন। আর সেটিতে যদি ভেতরে পানি ঢোকা আটকানোর ব্যবস্থা না থাকে, তবে নষ্ট হয়ে যেতে পারে যন্ত্রটি।

বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।

১. বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অব করুন। তাতে প্রাথমিকভাবে বিপদ কিছুটা কমানো যেতে পারে।

২. বাড়ি ফেরার আগে বা কোনো নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার না করাই ভালো।

৩. নিরাপদ জায়গায় পৌঁছে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে সেটিও করুন।

৪. শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভালো করে মুছে নিন।

৫. এবার ফোনটিকে নিরাপদ জায়গায় রেখে শুকানোর ব্যবস্থা করুন। ভেতরে পানি ঢুকে থাকলে তা শুকিয়ে যাবে। ভেজা ফোনটি সম্ভব হলে চালের পাত্রে কিছুক্ষণ রেখে দিন, পানি টেনে নেবে। 

 ৬. ১০-১৫ মিনিটে সব পানি শুকিয়ে যেতে পারে। সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

৭. পরের দিন সকালে ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভেতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে। এর পরেও সমস্যা হলে সার্ভিস সেন্টারের কাউকে দেখাতে হবে।

মনে রাখা ভালো যে ফোনে পানি ঢুকলে তা সার্কিটের ক্ষতি করতে পারে। ফোনে এমন কাভার ব্যবহার করুন, যা পানি আটকাবে। সম্ভব হলে রাস্তায় থাকার সময় ফোনটিকে ব্যাগে ভরে রাখুন। এতে করে যন্ত্রটি নিরাপদ থাকবে। সূত্র : দ্য ইকোনমিক টাইম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে