এক্সক্লুসিভ ডেস্ক : পর পর দু'দিন শহর কেঁপে উঠেছে ভূমিকম্পে। কিন্তু কম্পনের সময় অনেকেই টের পাননি। আবার অনেকের হয়তো মনে হয়েছে, সামান্য মাথা ঘুরছে। পরে ইন্টারনেট এবং বৈদ্যুতিক মাধ্যমে ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছেন। তবে জানেন কি, আপনার হাতে থাকা স্মার্টফোন আপনাকে জানিয়ে দেবে ভূমিকম্প হচ্ছে কী না এবং এর জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।
এখন যে স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো পাওয়া যায় তাতে বেসিক সিসমোমিটার দেয়া থাকে। তাই যদি সমান জায়গায় ফোনটি রাখা থাকে তা হলে সামান্য কম্পনও খুব সহজেই মোবাইলফোনে ধরা পড়ে।
এর জন্য আলাদা করে কোনো অ্যাপের প্রয়োজন নেই, মোবাইলের ওয়েব ব্রাউজারের সাহায্যেই এ কাজ করা যেতে পারে। ব্রাউজার খুলে সেখানকার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন http://ctrlq.org/earthquakes/seismograph.html।
ব্রাউজারেই একটি উইন্ডো খুলে যাবে। সেখানেই আপনি দেখতে পারেন একটা ওয়েভফর্ম চলছে। সামান্য নড়াচড়াতেও তা কেঁপে উঠবে এবং সিসমোগ্রাফ যন্ত্রের মতো তা রেকর্ড করতে থাকবে।
বেসিক সিসমোগ্রাফ জাভা-স্ক্রিপ্টের সাহায্যেই তৈরি করা যায়। এখনকার স্মার্টফোনে বিল্ট-ইন অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ থাকে। ফলে সামান্য নড়াচড়াও ফোনের ব্রাউজার মাপতে পারে। পরে তা গ্রাফের আকারে স্ক্রিনে ফুটে ওঠে।
আপনি ডেস্কটপ কম্পিউটারেও এটা পরখ করে দেখতে পারেন। তবে শর্ত একটাই, ব্রাউজার হিসেবে আপনাকে গুগল ক্রোমের ব্যবহার করতে হবে। সেটিংসে গিয়ে ক্রোম ডেভেলপমেন্ট টুলসে গিয়ে অ্যাক্সেলারেটর অপশনটি অন করতে হবে। তথ্যসূত্র : এই সময়