মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২০:১১

আপনার সুস্থতা জানান দেবে মাকড়সা!

আপনার সুস্থতা জানান দেবে মাকড়সা!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি কি মাকড়সা দেখে ভয় পান? বাস্তবে অনেকে মাকড়সা দেখে ‘মা গো, বাবা গো’ বলে ত্রাহি বর ছাড়েন।  আপনিও কি সেই কাতারে? তাহলে লজ্জা পাবেন না বরং বন্ধু মহলে সগর্বে বলতে পারেন, আপনি একেবারে সুস্থ রয়েছেন।

সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা মাকড়সা দেখে ভয় পান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে স্বাভাবিক থাকে।  ভয় পাওয়ার জন্য দেহে সামান্য পরিমাণ উত্‍‌সেচক বা হরমোন ক্ষরণ হয়, যা আমাদের সতর্ক করে দেয়।  

যেমন- অনেক সময় কিছু খাবার দেখে বা তার গন্ধে আগে থেকেই বোঝা যায় যে, এটা খেলে শরীর খারাপ করতে পারে।  মাকড়াসা বা অন্যান্য অনেক প্রাণী দেখে ভয়ও অনেকটা সে রকমই।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ডা. ভাল কার্টিস জানাচ্ছেন, মাকড়াসা, আরশোলা, টিকটিকি প্রভৃতি দেখে ঘৃণা মিশ্রিত ভয় পাওয়াটা বেসিক হিউম্যান নেচার।  গবেষণায় এটা বারবার উঠে এসেছে।

কার্টিস জানাচ্ছেন, শুধু এ ধরনের প্রাণীই নয়, অপরিষ্কার মানুষজন, মলমূত্র, ময়লার ভ্যাট প্রভৃতি দেখেও ওই একই অনুভূতি হয়।  এটা হওয়া মানে, আপনি সুস্থ রয়েছেন।  এরপর যদি এসব দেখে ভয় পেলে কেউ আপনাকে নিয়ে মশকরা করে তাহলে স্মার্টলি তাদের বলুন আপনি কতটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে