বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৯:৩৫

তৈরি হবে বিকল্প বিদ্যুৎ, স্কুল ছাত্রের বিস্ময়কর আবিষ্কার

তৈরি হবে বিকল্প বিদ্যুৎ, স্কুল ছাত্রের বিস্ময়কর আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনে বিকল্প পন্থা আবিস্কার করে বিশ্বকে চমকে দিয়েছে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত এক কিশোর। যা এখন তুমুল আলোচনায় আছে।

বিস্ময়কর এই আবিস্কার ভারতের বর্ধমান জেলার ক্ষুদে বিজ্ঞানী শুদ্ধসত্ত্ব চৌধুরীর। সে জানিয়েছে, নক্ষত্রের ‘কোরোনা’ ওয়েব  পার্টিক্যাল থেকে তৈরি হবে বিদ্যুৎ। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং ঠেকানো যাবে।

শুদ্ধসত্ত্ব চৌধুরী বর্ধমানের কালনা গেটের বাসিন্দা। সে কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ইতিমধ্যেই চণ্ডীগড়ে ‘সারা ভারত জাতীয় শিশু বিজ্ঞান সভা’-য় যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। রাজ্য থেকে চার ক্ষুদে বিজ্ঞানী ডাক পেয়েছিল এই সম্মেলনে। তার মধ্যে শুদ্ধসত্ত্ব অন্যতম।

এই ক্ষুদে বিজ্ঞানী জানিয়েছে, নক্ষত্রের অসংখ্য ‘কোরোনা’ ঘুরে বেড়াচ্ছে বাতাসে। এই ‘কোরোনা’ একটি অ্যালুমিনিয়াম পাতের মধ্যে ধরে ইলেক্ট্রনিক সার্কিটের মধ্যে দিয়ে পাঠিয়ে তৈরি করা হয়েছে ১২ ভোল্ট শক্তি ।

এই শক্তিকে সংরক্ষণ করে  ব্যবহার করা যাবে বিকল্প শক্তি হিসাবে। এই প্রক্রিয়াটি রূপায়িত হলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কম হবে, অন্য দিকে পেট্রল ডিজেলের ব্যবহারের ফলে যে গ্লোবাল ওয়ারমিং ঘটছে, তা ঠেকানো যাবে।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে