এক্সক্লুসিভ ডেস্ক : সদ্য একটি ব্রেন টিজার শেয়ার হয়েছে টুইটারে। তিনি সেখানে যে ছবিটি তুলে ধরেছেন, তার উত্তরের অপশানে বেশ কয়েকটি সংখ্যা রেখেছেন। প্রশ্ন হল, ওই ছবিতে কয়টি বৃত্ত রয়েছে? এই বৃত্তের ধাঁধাঁ দেখা মাত্রই সমাধান করে দেওয়া যাবে তা নয়। একটু বুদ্ধি খাটালেই এর উত্তর বেরিয়ে পড়বে সহজে। দেখে নিন উত্তর।
ব্রেন টিজার খুব সহজে সমাধান করে ফেললে, তার আর মজা নেই। বেশ খানিকটা মস্তিষ্ককে ভালো করে ব্যবহার করে, তাকে নেড়ে ঘেঁটে ব্রেন টিজারের জবাব বের করতে পারলে তার স্বস্তিই আলাদা! যাঁরা নিত্যই ব্রেন টিজার সমাধান করে থাকেন, তাঁদের কাছে এমনভাবে তাড়িয়ে তাড়িয়ে ব্রেন টিজার সমাধান করার মজা রয়েছে। আর সেরকমই এক ব্রেন টিজার সদ্য ভাইরাল হয়েছে।
সদ্য Suryanandan.net -এর সিইইও প্রশান্ত সাহু একটি ব্রেন টিজার শেয়ার করেছেন টুইটারে। তিনি সেখানে যে ছবিটি তুলে ধরেছেন, তার উত্তরের অপশানে বেশ কয়েকটি সংখ্যা রেখেছেন। প্রশ্ন হল, ওই ছবিতে কয়টি বৃত্ত রয়েছে? এই বৃত্তের ধাঁধাঁ দেখা মাত্রই সমাধান করে দেওয়া যাবে তা নয়। একটু বুদ্ধি খাটালেই এর উত্তর বেরিয়ে পড়বে সহজে।
এই সেই বৃত্তের ছবি। যে ছবি ঘিরেই রয়েছে পর পর প্রশ্ন। কয়টি বৃত্ত এখানে রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গুণে দেখে সঠিকভাবে বলতে হবে কয়টি বৃত্ত। কেউ বলছেন, ৫ টি, কেউ বলছেন, ৪ টি। তবে অপশন রয়েছে অনেকগুলি। বলা হচ্ছে, এই ছবিতে ১ বা ৫, কিম্বা ৮ অথবা ৯টি বৃত্ত রয়েছে।
অনেকেই উত্তর দিচ্ছেন যে এই ছবিতে রয়েছে ৫ টি বৃত্ত। কারণ কালোদাগের ৫ টি বৃত্তই তাঁরা দেখতে পাচ্ছেন। তবে কালো দাগের ভিতরে যে গোলাপী দাগ রয়েছে, তা দেখে গুণে নিয়েই এই বৃত্তগুলির সংখ্যা স্থির করতে হবে। তার ফলে, কালো দাগের ৪টি ও গোলাপী দাগের ৫ টি বৃত্ত ধরে মোট ৯ টি বৃত্ত এখানে রয়েছে বলে অনেকে দাবি করছেন। আর আপনি কি বলছেন?