এক্সক্লুসিভ ডেস্ক : ইউটিউবে এখন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, আয়েরও বড় মাধ্যম৷ বর্তমান সময়ে ইউটিউবার হওয়াও একটি পেশা৷ ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে৷
কিন্তু কোন চ্যানেল ও ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেন? কী ভাবছেন? কোনো হলিউড বা বলিউডের গানের ভিডিও বা চ্যানেল? জানলে অবাক হবেন কোনো সিনেমার গান বা চ্যানেল মানুষ বেশি দেখেন না৷একনজরে দেখে নিন কোন চ্যানেলগুলো ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি দেখেন:
এক. বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে তালিকায় এক নম্বরে আছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে আপলোড করা হয়। এই ভিডিওটির ভিউ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউ সবচেয়ে বেশি৷
দুই. দ্বিতীয় স্থানে আছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গান। এই ভিডিওটির ভিউ ৮.২৩ বিলিয়ন৷ এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়৷
আরও পড়ুন: সফল হতে চাইলে আজ থেকে বাদ দিন ৬টি বিষয়
তিন. ভিউর দিক থেকে তিন নম্বরে আছে ছোটদের একটি গান৷ অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস এটি আপলোড করে৷
চার. তালিকায় চার নম্বরে আছে একটি নার্সারি রাইম৷ ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গানই ভিউওর দিক থেকে চার নম্বরে৷ এই গানের ভিউ ৬.৩৩ বিলিয়ন৷ কোকোমেলন-নার্সারি রাইমস এই গান ২০১৮ সালে আপলোড করে।
পাঁচ. পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি ইউটিউবে ভিউওর দিক থেকে পাঁচ নম্বরে আছে৷ এ পর্যন্ত এই গান ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন৷