সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৭:২৮

জামা কাপড়ের দাগ দূর করার সহজ উপায়

জামা কাপড়ের দাগ দূর করার সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : নানা কারণে জামা কাপড়ের ওপরে অনেক রকমের দাগ হয়ে যায়। কখনো সাদা কাপড় চোপড়ে দেখা যায়, কখনো কাদা লেগে যায়, কখনো আবার কোন কারনে রক্তের দাগ লেগে যায়, এই সমস্ত দাগ আপনি সহজেই দূর করতে পারবেন মাত্র তিনটি টিপস যদি ফলো করতে পারেন। এর জন্য বাইরে থেকে কিছু কিনে আনার দরকার নেই, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনি সহজেই জামা কাপড়ের দাগটা তুলে ফেলতে পারবেন শুধু।

এটি ব্যবহার করে শুধুমাত্র সাদা জামাকাপড়ই নয়, আপনি যে কোন কালারফুল জামাকাপড়ের উপরেও হওয়া যদি তাকে খুব সহজেই দূর করতে পারবেন।

১) গরম জলে জামাকাপড় এর দাগ দুর হতে পারে গরম জল। কিন্তু অনেক সময় সহজেই দাগ তুলে দিতে সাহায্য করে গরম জল। দেখবেন সামান্য গরম জলে কিন্তু আপনার জামা কাপড়ের দাগ তুলে ফেলতে সাহায্য করেছে, অনেকাংশে বিশেষ করে সাদা রংয়ের জামাকাপড়ের উপরে একটা হলদেটে ভাব চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করবেন।

২) সাদা জামা কাপড়ের উপর থেকে যদি জেদি দাগ তুলতে চান তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। গরম জলের মধ্যে বেকিং সোডা মেশিয়ে নিয়ে যদি জামা কাপড়ে দিতে পারেন, তাহলে কিন্তু জামাকাপড় থেকে সহজেই দাগ চলে যাবে।

৩) সাদা জামা কাপড়ের উপর জেদি দাগ তুলতে সাহায্য করে ভিনিগার। এক ছিপি ভিনিগার জলের মধ্যে দিয়ে যদি জামা কাপড়ের ওপরে দিয়ে বেশ খানিকক্ষণ রেখে তারপরে বসে বসে তুলে ফেলতে চান, দেখবেন জামা কাপড়ের ওপরে থাকা হলুদ দাগ বা যে কোন জেদি দাগ দূর হয়ে গেছে।

৪) জামা কাপড়ের জেদি দাগ তুলতে ব্যবহার করতে পারেন লেবুর রস। তবে লেবুর রস খুব বেশি পরিমাণে দেবেন না, সে ক্ষেত্রে কিন্তু জামা কাপড় ছিঁড়ে যেতে পারে। তবে লেবুর রসের মধ্যে থাকা অ্যাসিড যদি দাগ সহজেই শুরু করতে সাহায্য করে।

৫) তবে সবার আগে যেটা মনে রাখতে হবে, অন্য কোন রঙের জামা কাপড়ের সঙ্গে সাদা জামা কাপড় কে মিশিয়ে দেবেন না। এছাড়াও খুব কড়া রোদে যেমন কালারফুল পোশাক রোদে দেবেন না, ঠিক তেমনি সাদা পোশাক কিন্তু অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারেনা, সেক্ষেত্রের রং অনেক সময় ফেড হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে