মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৭:৫৩

মহিলার বিপদ রক্ষা করবে ‘লকেট’

মহিলার বিপদ রক্ষা করবে ‘লকেট’

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিদিনই বেড়ে চলেছে মহিলা নিগ্রহের ঘটনা।  এরই প্রতিকারে এক সমাধান আবিষ্কার করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের ৫ ছাত্র।  জানা গেছে, ‘সেফার’ নামে এমন একটি গয়না তৈরি করেছেন তারা, যার ফলে বিপদে পড়লে তা থেকে ট্রিগার অ্যালার্মের মাধ্যমে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের সংকেত পাঠানো যাবে।

সেফার নামে ওই লকেটটি এমনভাবে তৈরি, যাতে মরচে ধরবে না বা কোনোভাবে ক্ষয় হবে না।  এর ওপর লাগানো আছে একটি রঙিন পাথর।  যেটা দেখে বোঝার উপায়ই নেই যে, তার ভেতরেই লুকোনো আছে ওই সেফটি ডিভাইসটি।

এবার জানা যাক, কীভাবে ব্যবহৃত হয় সেফার।  এই ডিভাইস ব্যবহারকারীর মোবাইল ফোনের সঙ্গে সংযোগ থাকবে সেফার নামে ওই লকেটটির। মোবাইলেও আগে থেকে ওই অ্যাপে রেজিস্টার করে রাখতে হবে অভিভাবক বা বন্ধুদের মোবাইল নম্বর।

বিপদে পড়লে ডিভাইসটিতে দু’বার ক্লিক করলেই ওই রেজিস্টার করা নম্বরগুলোতে পৌঁছে যাবে বিপদ সংকেত।  অবশ্য এক্ষেত্রে সেই নম্বরগুলোতেও এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।  এরপর জিপিএস দেখে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া যাবে।

এই অত্যাধুনিক গয়নাটি তৈরি করেছে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ৪ ছাত্র, অবিনাশ বনশাল, চিরাগ কপিল, আয়ুষ বাঙ্কা, মৈনাক মেহতা এবং আইআইটি দিল্লির এক ছাত্র পরশ বাত্র।

সেফার আবিষ্কারের জন্য বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন তারা।  জানা গেছে, এই মাসের শেষ থেকেই কিনতে পাওয়া যাবে সেফার। দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা।

ওই দলেরই এক সদস্য মানিক মেহতা জানিয়েছেন, মেয়েদের নিরাপত্তার বিষয়ে সেফটি গেজেট, লঙ্কা গুঁড়ো ইত্যাদি অনেক কিছুরই পরামর্শ দেয়া হয়। তিনি জানিয়েছেন, তাদের এই ডিভাইসটি ইভটিসিং বা এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে বেশ কার্যকর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে