বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৫:৪৬

নাস্তিক নয়, পৃথিবীতে ধার্মিক মানুষই বেশি সুখী

নাস্তিক নয়, পৃথিবীতে ধার্মিক মানুষই বেশি সুখী

এক্সক্লুসিভ ডেস্ক: বর্তমান বিশ্বে কোন ধরণের মানুষ সবচেয়ে বেশি সুখী? নাস্তিক নাকি ধার্মিক? এমন এক প্রশ্নকে পুঁজি করে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের ওপর এক জরিপ চালানো হয়েছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস ওই জরিপ কার্যক্রম পরিচালনা করে। ওই জরিপের গবেষকরা বলছেন, ধর্মবিশ্বাসী মানুষদের মনের সুখ সবচেয়ে বেশি। খবর-হাফিংটন পোস্ট।

ওই গবেষনায় মূলত বিভিন্ন ধর্মীয় বিশ্বাসী মানুষ ও একেবারে অবিশ্বাসী মানুষদের বিভিন্ন ধরণের প্রশ্ন করা হয়। এবং তাদের উত্তরের উপর ভিত্তি করে গবেষকরা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করে। আর এই গবেষণাতেই উঠে এসেছে এমন তথ্য।

জরিপে দেখা যায়, নাস্তিক বা কোনো ধর্মে যাদের বিশ্বাস নেই তাদের মনে শান্তি কম। অন্যদিকে ধার্মিকদের মনের শান্তি অনেক বেশি।

বিভিন্ন ধর্মে বিশ্বাসী তিন লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এ জরিপে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। এতে তাদের প্রশ্ন করার পর মনের সুখের মাত্রা কয়েকটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো- সবচেয়ে সুখী, সন্তোষজনক, কিছুটা ও উদ্বেগজনক।

সবচেয়ে সুখী মানুষের জাতীয় গড় স্কোর ছিল ৭.৮, সন্তোষজনক সুখীদের ৭.৫। অন্যদিকে সবচেয়ে কম বা উদ্বেগজনকদের ছিল ২.৯।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে