বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:১৬

টাচ করতে হবে না, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল!

টাচ করতে হবে না, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল!

এক্সক্লুসিভ ডেস্ক : টাচ করতেও হবে না, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল ফোন! এমন যাদুকরি উদ্ভাবনের কথা মাথায় এসছে প্রযুক্তিবিদদের।  খুব বেশি দেরি নেই, টাচস্ক্রিনও হয়ে যাচ্ছে পুরনো।  স্ক্রিনে আঙুল ঠেকাতেই হবে না, স্ক্রিনের উপরে আঙুলের চলন-বলন বুঝে নেবে আপনার মোবাইল ফোন।  টাইপ হয়ে যাবে আপনি যা লিখতে চাচ্ছেন।  খুলে যাবে ফোল্ডার বা অ্যাপ।

বিষয়টি কল্পবিজ্ঞান মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে।  সম্প্রতি মার্কিন পেটেন্ট অফিস থেকে স্বীকৃতি পেয়েছে অ্যাপেল-এর একটি বিশেষ প্রযুক্তির পেটেন্ট আবেদন।  নতুন এই প্রযুক্তির নাম ‘প্রক্সিমিটি অ্যান্ড মাল্টিটাচ সেন্সর ডিটেকশন অ্যান্ড ডিমডিউলেশন’ টেকনোলজি।

এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন অ্যাপেল-এর প্রযুক্তিবিদরা।  জানা গেছে, ইনফ্রারেড এলইডি এবং ফোটোডায়োডের মাধ্যমে শুধু আঙুল নয়, হাতের চেটো বা অন্য যেকোনো বস্তু ‌যা স্ক্রিনের খুব কাছাকাছি থাকবে তাকে সনাক্ত করবে এই বিশেষ প্রযুক্তি।  আঙুল কী বলতে চায় তা বুঝে নেবে।       

বিষয়টি অনেকটা হ্যারি পটারের জাদুকাঠি বোলানোর মতোই।  তবে যাদুকরি জিনিসটি হাতে পেতে একটু অপেক্ষা করতে হবে আপনাকে।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে