বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৭:৪১

জঙ্গলটি ভালো করে খেয়াল করে আপনার দৃষ্টিশক্তি যাচাই করুন

  জঙ্গলটি ভালো করে খেয়াল করে আপনার দৃষ্টিশক্তি যাচাই করুন

এক্সক্লুসিভ ডেস্ক : অপটিক্যাল ইলিউশন কথাটির আক্ষরিক অর্থ হলো চোখের সাথে প্রতারণা। এ জাতীয় ছবিগুলি দেখে আমরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ি। তবে এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করার একটা ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে একটি প্রাণী।

উপরে শেয়ার করা ছবিটি দেখে বোঝা যাচ্ছে একটি জঙ্গলের যেখানে অনেক বড় বড় গাছ রয়েছে। তবে এরই মধ্যে কোথাও একটি প্রাণী নিজেকে আত্মগোপন করে রয়েছে যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন। কিন্তু আপনার দৃষ্টিশক্তি (eyesight) প্রখর হলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

বলা হয়েছে, জঙ্গলে লুকিয়ে থাকা প্রাণীটিকে শনাক্ত করতে কেবল পাঁচ শতাংশ মানুষই সক্ষম হবেন। তাই অনেকেই দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে ব্যর্থ হয়েছেন এবং তারা জানিয়েছেন এর মধ্যে কোন প্রাণী নেই। এদিকে যারা ছবিটি খুঁজে পেয়েছেন তারা বলেছেন প্রাণীটি একটি হরিণ, ফলে মানতেই হয় তাদের দৃষ্টিশক্তি খুবই ভালো।

তবে আপনিও কি লুকিয়ে থাকা হরিণটিকে খুঁজে পেয়েছেন? এর উত্তর যদি ‘না’ হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবির মাঝ বরাবর গাছের আড়ালে একটি হরিণকে দেখা যাচ্ছে। এই ছবিটি অপটিক্যাল ইলিউশনের একটি ভালো উদাহরণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ছবির ধাঁধার সমাধান করার জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবি রহস্য বেরিয়ে আসে। তবে আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। এছাড়া এগুলি একপ্রকার মাইন্ড গেমও, যা মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে সক্রিয় করে তোলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে